ডাক্তার হওয়ার স্বপ্নে লড়াই চালিয়ে যেতে চায় মাধ্যমিকের ‘সেকেন্ড বয়’ অভীক
এবারের মাধ্যমিক পরীক্ষায় ৬৯৩ নম্বর পেয়ে দ্বিতীয় স্থান পেয়েছেন অভীক
প্রকাশিত হলো এবারের মাধ্যমিকের ফলাফল। রাজ্যে যুগ্মভাবে দ্বিতীয় স্থান পেয়েছেন অভীক দাস। কাটোয়া কাশীরাম দাস ইনস্টিটিউশনের ছাত্র। এবারের মাধ্যমিক পরীক্ষায় ৬৯৩ নম্বর পেয়ে দ্বিতীয় স্থান পেয়েছেন অভীক। মাধ্যমিকের ফল প্রকাশের পর অভীক কথা বলেছিলেন জি ২৪ ঘন্টার সঙ্গে...
প্রশ্ন: এটা কী প্রত্যাশিত ফলাফল ?
অভীক: ভালো ফল করব এই বিশ্বাস ছিল। কিন্তু RANK করব আশা করিনি।
প্রশ্ন: এই সাফল্যের গোপন রহস্য কী?
অভীক: প্রচুর পরিশ্রম করেছি। আমার সঙ্গে আমার বাবা এবং মাও পরিশ্রম করেছেন। বিদ্যালয়ের শিক্ষকরা সাহায্য করেছেন। তবে বেশি সহযোগিতা করেছেন গণিতের শিক্ষক।
প্রশ্ন:- প্রিয় বিষয় কী ?
অভীক: সব বিষয় গুরুত্ব দিয়ে পড়তাম। কিন্তু আনন্দ পেতাম জীববিদ্যা পড়ে। আর এটাই আমার প্রিয় বিষয়।
প্রশ্ন:- মাধ্যমিকের প্রস্তুতির জন্য কত সময় ব্যয় করতে?
অভীক: গড়ে ১০ থেকে ১২ ঘন্টা পড়তাম ।
প্রশ্ন:- পড়াশুনার বাইরে কীভাবে সময় কাটাতে ভালো লাগে?
অভীক: বই পড়ে গান শুনতে ভাল লাগে। তবে টিভি দেখে আর গেম খেলেও সময় কাটাতে ভাল লাগে।
প্রশ্ন:- ভবিষ্যতের লক্ষ্য কী?
অভীক: প্রত্যেকেই লক্ষ্য স্থির করেই পড়াশোনা করে। আমিও তার ব্যতিক্রম নই। আমি ভবিষ্যতে ডাক্তার হতে চাই।
মাধ্যমিকের ফলাফলে ভীষণ খুশি অভীক দাস। তবে গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে রাজি নন মাধ্যমিকে দ্বিতীয় স্থানীধিকারী। কারণ লক্ষ্যপূরণের পথ অনেকদূর।