ম্যাথুর থেকে টাকা নিয়েছেন, সিবিআই জেরায় মানলেন মদন
ওয়েব ডেস্ক: নারদকাণ্ডে তৃণমূল নেতা মদন মিত্রকে জেরা করল সিবিআই। বুধবার দুদফায় তাঁকে ৬ ঘণ্টা জেরা করেন সিবিআইয়ের আধিকারিকরা। সূত্রের খবর, টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন মদন।
সিবিআইয়ের সমন পেয়ে বুধবার বেলা ১১টা নাগাদ নিজাম প্যালেসে পৌঁছন মদন মিত্র। সেখানে তাঁকে লাগাতার জেরা করেন গোয়েন্দারা। কেন ম্যাথু স্যামুয়েলের কাছ থেকে তিনি টাকা নিয়েছেন ভিডিও ক্লিপিং দেখে জানতে চাওয়া হয় তাঁর কাছ থেকে। কী ভাবে ম্যাথুর সঙ্গে পরিচয় হল তাও জানতে চান সিবিআইয়ের গোয়েন্দারা।
আরও পড়ুন - চকমা ও হজংদের নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া শুরু করল ভারত সরকার
সূত্রের খবর, জেরায় টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন মদন মিত্র। জানিয়েছেন ম্যাথুর কাছ থেকে টাকা নিয়েছেন তিনি। টাইগার মির্জা তাঁকে ম্যাথুর সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন বলে দাবি করেছেন মদন। মদনের বক্তব্য জেরায় অন্যান্য ব্যক্তিদের থেকে মেলা তথ্যের সঙ্গে মিলিয়ে দেখবে সিবিআই। দরকারে ফের মদন মিত্রকে জেরা করা হতে পারে বলে সূত্রের খবর।