টাকা দিয়ে এজেন্টদের কিনে নিচ্ছে বিজেপি, অভিযোগ তৃণমূলের

 বিজেপির বিরুদ্ধে টাকা দিয়ে এজেন্টদের কিনে নেওয়ার অভিযোগ আনল তৃণমূল। তাদের অভিযোগ, ২০১৯-এর লোকসভা নির্বাচনের আগে টাকা দিয়ে হাওড়ার তৃণমূল কংগ্রেস এজেন্টদের কিনে নেওয়ার চেষ্টা করছে গেরুয়া শিবির। 

Updated By: Mar 16, 2019, 07:11 PM IST
টাকা দিয়ে এজেন্টদের কিনে নিচ্ছে বিজেপি, অভিযোগ তৃণমূলের

নিজস্ব প্রতিবেদন: ভোটযুদ্ধ শুরু হয়ে গিয়েছে। প্রচারে ব্যস্ত সমস্ত দল। এর মঝেই বিজেপির বিরুদ্ধে টাকা দিয়ে এজেন্টদের কিনে নেওয়ার অভিযোগ আনল তৃণমূল। তাদের অভিযোগ, ২০১৯-এর লোকসভা নির্বাচনের আগে টাকা দিয়ে হাওড়ার তৃণমূল কংগ্রেস এজেন্টদের কিনে নেওয়ার চেষ্টা করছে গেরুয়া শিবির। 

আরও পড়ুন: নুসরতকে নিয়ে আপত্তিকর পোস্ট, বিজেপি নেতা-সহ গ্রেফতার ২

ভোটের প্রস্তুতি নিয়ে জেলা কমিটির বৈঠকের পর সমবায় মন্ত্রী তথা জেলা সদর সভাপতি অরূপ রায় বলেন, "এবারের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ওপর বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এ ছাড়াও নানারকম নোংরা টাকার খেলা খেলছে বিজেপি। কলকাতা এবং বিভিন্ন জায়গা থেকে বান্ডিল বান্ডিল টাকা নিয়ে তৃণমূল এজেন্টদের কেনার চেষ্টা করছে তারা।" এ ব্যাপারে ক্ষোভ উগড়ে দিয়ে তিনি আরও বলেন, নির্বাচন কমিশন ও পুলিসকে অভিযোগ জানানো হবে। পাশাপাশি সব বাধা কাটিয়ে শুধুমাত্র উন্নয়নকে হাতিয়ার করেই গতবারের থেকেও বেশি মার্জিনে হাওড়া সদরের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় জিতবে বলেই সাফ জানিয়েছেন অরূপ রায়। 

প্রসঙ্গত, গতবারে এক লক্ষ নব্বই হাজারের মার্জিন ছাড়িয়ে এই ভোটে তা দুই লক্ষ করাই উদ্দেশ্য বলেই জানিয়েছে তৃণমূল। অন্যদিকে, এজেন্ট কেনার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে গেরুয়া শিবির। এ বিষয়ে জেলা সদরের বিজেপি সভাপতি সুরজিৎ সাহা পাল্টা অভিযোগ তুলে বলেন, "সারদা-নারদা কাণ্ডে টাকা নিয়েছে তৃণমূল নেতারা। কালো টাকা তাদের কাছেই আছে। তাই টাকা ছড়ালে তৃণমূলই ছড়াবে।

 

 

.