একটা ছবি নিয়ে বলি এটা বিজেপির দেবতা, পুজো করবেন? 'জয় শ্রী রাম' বিতর্কে মমতা
চন্দ্রকোনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের সামনে কয়েকজন যুবকের 'জয় শ্রী রাম' স্লোগান ঘিরে বিতর্কের সূত্রপাত।
নিজস্ব প্রতিবেদন: লোকসভার দু'দফার ভোটের আগে রাজ্য রাজনীতির আখাড়ায় 'জয় শ্রী রাম' বিতর্ক। রামকে নিয়ে দক্ষযজ্ঞ বেঁধে গিয়েছে বিজেপি-তৃণমূলের। যার সূত্রপাত হয়েছিল মমতার কনভয়ের সামনে তিন যুবকের 'জয় শ্রী রাম' জয়ধ্বনি ঘিরে। মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই স্পষ্ট করেছেন, বিজেপির স্লোগান দেবেন না তিনি। মঙ্গলবার পুরুলিয়ার কোটশীলার সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,''আমি যদি একটা ছবি নিয়ে গিয়ে যদি বলি, এটা বিজেপির দেবতা পুজো করতে হবে। করবেন?''
চন্দ্রকোনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের সামনে কয়েকজন যুবকের 'জয় শ্রী রাম' স্লোগান ঘিরে বিতর্কের সূত্রপাত। আর এই ইস্যুকে হাতিয়ার করে ভোটের মুখে মাঠে নেমে পড়েছে বিজেপি। ঝাড়গ্রামের নরেন্দ্র মোদী বলেছিলেন, 'জয় শ্রী রাম দিদি। পারলে আমায় জেলে ঢোকান'। 'জয় শ্রী রাম' জয়ধ্বনি দিলে মমতা জেলে পুরছেন বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী।
পুরুলিয়ার কোটশীলার সভায় এদিন মমতা বলেন,''আমি যেমন মা দুর্গা, মা লক্ষ্মী শিব মানি। সব দেবতাকে সবাই ভালবাসি। সংখ্যালঘুদের ধর্ম ইসলাম। তারা রমজান করবে, ইদ করবে। আবার আদিবাসীদের দেবতা মারাংভুরু। তাঁরা মারাংভুরুর থানে যাবে। তাঁরা জহরথানে যাবে। কখনও ভাদু পুজো হয়, কখনও টুসু পুজো হয়, কখনও কলম পুজো হয়, আমি যদি একটা ছবি নিয়ে গিয়ে যদি বলি এটা বিজেপির দেবতা পুজো করতে হবে। করবেন? মারাংভুরু ছাড়া ঢুকতে দেবেন না। আমি কেন ঢুকতে দেব?''
মমতা আরও বলেন, আমার দেবতা মা দুর্গা হতে পারে, একজনের দেবতা মা কালী হতে পারে, একজনের দেবতা শিব হতে পারে, আর একজনের দেবতা গণপতি, একজনের দেবতা আল্লাহ, খৃষ্ট্রানদের দেবতা জেসাস ক্রাইস্ট, বৌদ্ধদের দেবতা বুদ্ধদেব। যে যার দেবতাকে পুজো করে। এটাই আমাদের ভারতবর্ষ। আর বিজেপি কী করে! একটা ছবি নিয়ে আসবে, বা মূর্তি বসিয়ে দেবে, বলবে এটাই তোমাদের দেবতা। কে ভাই তোমরা? তোমাদের জন্মই হয়নি যখন মারাংভুরু এসেছিল।
নির্বাচন আসলে বিজেপির রামের কথা মনে পড়ে বলেও দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ''ইলেকশন আসলেই রামচন্দ্র সীতা মাইয়াকে ডাকে বলে, সীতা মা সীতা মা আমার মনে হচ্ছে ভারতবর্ষে ভোট এসে গেছে। তখন সীতা বলে, কেন? কেন? তখন রাম বলে, দেখছো না বিজেপি আমার নাম স্মরণ করছে। পাঁচবছর রাম নাম করে না। ভোট এলেই রাম নাম সত্য হ্যায়, রাম নাম জিন্দাবাদ করে''।
আরও পড়ুন- বালাকোটে জইশ জঙ্গিদের মেরেছিল ভারত, হাটে হাঁড়ি ভাঙলেন বিদেশি সাংবাদিক