Uluberia: নিখোঁজ সাংসদ! খুঁজে দিতে পারলে ৫০,০০০ পুরস্কার ঘোষণা, চাঞ্চল্য এলাকায়...
Loksabha Election 2024 এখনও পর্যন্ত প্রচারে নামেনি তৃণমূল প্রার্থী সাজদা আহমেদ। তারপরেই এই ধরনের পোস্টারকে ঘিরে শোরগোল পড়েছে। কে বা কারা রাতের অন্ধকারে লাগিয়েছে এই পোস্টার। কারা লাগালো এই পোস্টার তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশাও।
সুভাশিস মন্ডল: নিখোঁজ উলুবেড়িয়ার তৃণমূল সাংসদ তথা আগামী লোকসভা নির্বাচনে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সাজদা আহমেদ। খোঁজ দিতে পারলে পুরস্কার ৫০ হাজার টাকা। এমনই পোস্টার লক্ষ্য করা গেল হাওড়া গ্রামীণ জেলার উলুবেড়িয়া সহ বিভিন্ন জায়গায়। তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পরে একদিকে যখন সব প্রার্থীরাই প্রায় প্রচারে নেমে পড়েছেন। সেখানে ব্যতিক্রম দেখা গেল উলুবেড়িয়ায়।
আরও পড়ুন, Serampore: প্রথম লড়াইয়ে 'দিদি' জিতুক, প্রার্থনায় দিদি নম্বর ওয়ান চপওয়ালি...
এখনও পর্যন্ত প্রচারে নামেনি তৃণমূল প্রার্থী সাজদা আহমেদ। তারপরেই এই ধরনের পোস্টারকে ঘিরে শোরগোল পড়েছে। কে বা কারা রাতের অন্ধকারে লাগিয়েছে এই পোস্টার। কারা লাগালো এই পোস্টার তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশাও। বিজেপির অভিযোগ ২০১৮ সালে উপনির্বাচনে জয়ী হওয়ার পাশাপাশি ২০১৯ সালের লোকসভা নির্বাচনে জয়ী হবার পর সাংসদকে খুব একটা এলাকায় দেখা যায়নি। মানুষের সঙ্গে যোগাযোগ নেই তার।
তাই সাংসদ সাজদা আহমেদকে পরিযায়ী পাখি বলে কটাক্ষও করে বিজেপি। উলুবেড়িয়া লোকসভার মানুষ এই সাংসদকে আর ভোট দেবে না বলে দাবিও করেছেন তারা। এ বিষয়ে হাওড়া গ্রামীণ জেলা তৃণমূলের চেয়ারম্যান তথা উদয়নারায়নপুরের বিধায়ক সমীর পাঁজাকে প্রশ্ন করা হলে তিনি কার্যক স্বীকার করে নেন যে এখনও পর্যন্ত সাংসদ প্রচারে নামেনি। তিনি আরও বলেন, কেউ বা কারা রাতের অন্ধকারে এই পোস্টার লাগিয়েছে। এটা আমাদের দলের লোকের কাজ নয়।
তারঁ আরও বক্তব্য, বিরোধীরা এই পোস্টার লাগিয়ে বাজার গরম করতে চাইছে। তবে এটাও সত্য আমাদের সাংসদ এখনও প্রচারে নামেননি। তিনি হয়তো মনে করেছেন বিরোধীশূন্য মাঠ তাই গা ঘামাচ্ছেন না। তবে দ্রুতই তিনি প্রচারে নামবেন। তবে এটাই প্রথম নয়, আগেও তৃণমূল সাংসদ দেবের বিরুদ্ধে ‘নিখোঁজ’ পোস্টার লাগানোর অভিযোগ ওঠে বিজেপি-র বিরুদ্ধে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)