LIVE: বিকেল ৫টা পর্যন্ত পশ্চিমবঙ্গে ভোটদানের হার ৭৯.৯০ শতাংশ

৭ রাজ্যের ৫১ লোকসভা আসনে ভোট। পঞ্চম দফাতেও রাজ্যে কমিশনের বাহিনী দাওয়াই।

Updated By: May 6, 2019, 07:08 PM IST
LIVE: বিকেল ৫টা পর্যন্ত পশ্চিমবঙ্গে ভোটদানের হার ৭৯.৯০ শতাংশ

**বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়েছে- 
বনগাঁ- ৭৬.১৮%
বারাকপুর- ৭১.২৮%
হাওড়া- ৬৭.৫৯%
উলুবেড়িয়া- ৭৭.৫৭%
শ্রীরামপুর- ৭৩.৩১%
হুগলি- ৭৬.১৪%
আরামবাগ- ৭৫.৭৩%
সবমিলিয়ে ভোটদানের হার ৭৯.৯০ শতাংশ।

** তিনটি পর্যন্ত ভোটদানের হার- বনগাঁ: ৬১.৬৬ শতাংশ, বারাকপুর: ৬১.৬২ শতাংশ, হাওড়া: ৫৬.৯০ শতাংশ, উলুবেড়িয়া: ৬৭.২০ শতাংশ, শ্রীরামপুর: ৬১. ৪৬ শতাংশ, হুগলি: ৬৪.২১ শতাংশ,  আরামবাগ: ৬৬.২০ শতাংশ।

মিলিতভাবে পঞ্চমদফায় ভোট দানের হার ৬২.৭৫

** বনগাঁর হিংলিতে ভোট চলাকালীন বোমাবাজি। আহত তৃণমূলকর্মী। 

** উত্তরীয় পরে ভোট দিতে ঢোকায় শান্তনু ঠাকুরকে শো কজ। প্রিসাইডিং অফিসারকে সরাল কমিশন। 

** পুড়শুড়ায় তৃণমূলকর্মীদের মারধরের অভিযোগ। 

** বালিটিকুরিতে প্রসূন বন্দ্যোপাধ্যায়কে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ, তাঁকে হেনস্থা, ধাক্কাধাক্কি।

** সকাল ১ টা পর্যন্ত বনগাঁয় ভোট পড়েছে ৪৯.৪২ শতাংশ, বারাকপুরে ভোট পড়েছে ৪৬.২৬ শতাংশ, হাওড়ায় ভোট পড়েছে ৪৫.৯৭ শতাংশ, উলুবেড়িয়ায় ভোট পড়েছে ৫৪.৩৯ শতাংশ, শ্রীরামপুরে ভোট পড়েছে ৫২.৯৯ শতাংশ, হুগলিতে ভোট পড়েছে ৫১.৬০ শতাংশ, আরামবাগ ৫৩.৮৪ শতাংশ। গড়ে ভোট পড়েছে ৫০.৬৪ শতাংশ।

**নৈহাটিতে ছাপ্পা ভোটের অভিযোগ তুলেছিলেন অর্জুন সিং। দৌড়ে সেখানে ছুটে গিয়েছিলেন। আদৌ কি ওই বুথে ছাপ্পা হয়েছিল? জেলাশাসকের কাছে রিপোর্ট তলব করল কমিশন। অন্যদিকে, শ্রীরামপুরে বুথের বাইরে ভোটারদের ঠান্ডা পানীয় খাওয়ানোর অভিযোগের রিপোর্ট তলব করল কমিশন। 

** ব্যারাকপুরে পুনর্নির্বাচনের দাবি। সকাল থেকেই উত্তপ্ত ব্যারাকপুর। দফায় দফায় অশান্তির অভিযোগ। বিজেপি প্রার্থী অর্জুন সিং আক্রান্ত হওয়ার অভিযোগ বিজেপির। আর এরপরই ব্যারাকপুরে পুনর্নির্বাচনে দাবি তুলল বিজেপি। পাল্টা হাস্যকর দাবি বলে কটাক্ষ করেছেন পার্থ চট্টোপাধ্যায়।

**সকাল ১১ টা পর্যন্ত বনগাঁয় ভোট পড়েছে ৩১.৩৮ শতাংশ, বারাকপুরে ভোট পড়েছে ৩০.০৩ শতাংশ, হাওড়ায় ভোট পড়েছে ৩১.৪৫ শতাংশ, উলুবেড়িয়ায় ভোট পড়েছে ৩৬.০৭ শতাংশ, শ্রীরামপুরে ভোট পড়েছে ৩৬.৮৪ শতাংশ, হুগলিতে ভোট পড়েছে ৩৩.৫৫ শতাংশ, আরামবাগ ৩৪.৯৮ শতাংশ। গড়ে ভোট পড়েছে ৩৩.৪৭ শতাংশ। 

** মধ্য হাওড়ায় বিজেপির পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ। নাক-মুখ ফেটে গিয়েছে পরশুরাম নামে ওই ব্যক্তির। তিনি হাসপাতালে ভর্তি। ৩৬ নম্বর ওয়ার্ডের ২৬১ নম্বর বুথের ঘটনা। 

** নৈহাটিতে অর্জুন সিং। ছাপ্পা ভোটের অভিযোগ পেয়ে নৈহাটি ছুটে গেলেন অর্জুন সিং। সেখানে উত্তেজনা রয়েছে। ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ বহিরাগতদের বিরুদ্ধে। ২২৭ নম্বর বুথের ঘটনা।

** গয়েশপুরে বহিরাগতদের হটাতে ময়দানে কেন্দ্রীয় বাহিনী। বাড়ি থেকে বার করে এনে বহিরাগতদের মার।

** তারকেশ্বরে বয়স্কদের হয়ে ভোট দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলনেতার বিরুদ্ধে। অভিযুক্তের নাম মহারাজা নাগ। মাঝেমধ্যেই বুথে ঢুকে EVM -এর কাছে চলে যাচ্ছেন তিনি। শুধু তাই নয়, কোন চিহ্নে ভোট দিতে হবে, বুথে দাঁড়িয়েও তাও বাতলে দিচ্ছেন ভোটারদের। ঘটনায় রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন। ওই বুথের প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দেওয়া হয়েছে। 

** বন্দেমাতরম বনাম জয় শ্রী রাম।  ফের বিতর্কে লকেট চট্টোপাধ্যায়। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বচসায় জড়ালেন তিনি। তাঁরা 'বন্দেমাতরম' ধ্বনি দিচ্ছিলেন। পাল্টা তাঁদের 'জয় শ্রী রাম' বলতে চাপ লকেটের। 

**সকাল ৯টা পর্যন্ত বনগাঁয় ভোট পড়েছে ১৩.৬৮ শতাংশ, বারাকপুরে ভোট পড়েছে ১৩.৯৯ শতাংশ, হাওড়ায় ভোট পড়েছে ১৬.১৮ শতাংশ, উলুবেড়িয়ায় ভোট পড়েছে ২০.৫৯ শতাংশ, শ্রীরামপুরে ভোট পড়েছে ১৭.৪১ শতাংশ, হুগলিতে ভোট পড়েছে ১৫.৭৩ শতাংশ, আরামবাগ ১৯.১৯ শতাংশ। গড়ে ভোট পড়েছে ১৬.৬৮ শতাংশ। 

** ফের বিতর্কে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। বিজেপির উত্তরীয় গলায় দিয়েই ঠাকুরনগরের বুথে ভোট দিলেন তিনি। 

** বিতর্কে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। হুগলির ধনেখালিতে একটি বুথ থেকে বিজেপির পোলিং এজেন্টকে বার করে দেওয়ার অভিযোগ। খবর পেয়ে ওই বুথে যান লকেট চট্টোপাধ্যায়। সেখানে প্রিসাইডিং অফিসারের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। প্রিসাইডিং অফিসারকে কার্যত ধমক দেন বলে অভিযোগ। 

** তারকেশ্বরে বয়স্কদের হয়ে ভোট দেওয়ার অভিযোগ উঠছে এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্তের নাম মহারাজা নাগ। মাঝেমধ্যেই বুথে ঢুকে EVM -এর কাছে চলে যাচ্ছেন তিনি। 

** উত্তেজনা বনগাঁর গাইঘাটায়। গাইঘাটা থানার ফুলসরা পঞ্চায়েতের খড়ের মাঠ এলকায় তৃণমূল সমর্থকের বাড়িতে হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। বাইক ভাঙচুর করে জ্বালিয়ে দেওয়ার অভিযোগ। 

** মোহনপুরে অর্জুন সিংয়ের সঙ্গে পুলিসের ধস্তাধস্তির ঘটনায় রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন।

** বুথ ও পোলিং স্টেশন ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। 

**পুলিসের সামনেই তাঁকে মারা হয়েছে বলে অভিযোগ অর্জুনের।

 

**এর আগে এক মহিলা অভিযোগ করেন তাঁর ছেলেকে প্রাণনাশের হুমকি দিচ্ছে তৃণমূল। এনিয়ে উত্তেজনার সৃষ্টি হয়।

**মোহনপুরের ২৪১ নম্বর বুথে এক বিজেপি এজেন্টকে তুলে দেওয়া হয়েছে বলে খবর পান অর্জুন। সেই এজেন্টকে এনে বুথে ঢোকাতে গেলে উত্তজনার সৃষ্টি হয়।

**বারাকপুরের মোহনপুরে উত্তেজনা। অর্জুন সিংয়ের সঙ্গে হাতাহাতি তৃণমূল সমর্থকদের। থামাতে গেলে পুলিসের সঙ্গে ধস্তাধস্তি অর্জুনের। 

** উত্তপ্ত বারাকপুর, কাঁকিনাড়ার মাদ্রালও। দলে দলে বহিরাগত ঢোকার অভিযোগ। বারাকপুর, হালিশহরে বোমাবাজির অভিযোগ। দুপক্ষের সংঘর্ষে মাথা ফেটে যায় এক জনের। 

**দত্তপুকুরের কাসেমপুরে বিজেপির ক্যাম্প অফিস ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। দলীয় কার্যালয়ের মধ্যে উদ্ধার গুলির খোল। 

** ভোট দিলেন বারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। 

** গৌরহাটি কমিউনিটি হলে ২৭ নং বুথে EVM খারাপ ভোট শুরু হয়নি। বৈদ্যবাটি ফান্ডামেন্ট্যাল এডুকেশানের ১২ ও ১৪ নং বুথে একই কারণে ভোট শুরু হয়নি। শ্রীরামপুরের চাঁপসরা প্রাথমিক স্কুলের ২১৬ ও ২১৭ পাশাপাশি দুটি বুথে মেশিন খারাপ। ভোট বন্ধ আছে।

**বনগাঁ লোকসভা কেন্দ্রের স্বরূপনগর বিধানসভার  তেঁতুলিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় বুথ নম্বর ২০০-এ  EVM খারাপ থাকায় এখন পর্যন্ত ভোট গ্রহণ শুরু হয়নি। বাইরে ভোটারদের লম্বা লাইন। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকায় ক্ষুব্ধ ভোটাররা।

** শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের রঘুনাথপুর বালিকা বিদ্যালয় বুথের একটা পার্টে EVM খারাপ।  ওই বুথে ভোটগ্রহণ এখনও শুরু হয়নি।

আজ রাজ্যে ৭ আসনে ভোটগ্রহণ। ভোট নেওয়া হচ্ছে সাতটি আসনে। বারাকপুর,বনগাঁ, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি এবং আরামবাগ লোকসভা আসনে ভোট আজ। 

 ৭ রাজ্যের ৫১ লোকসভা আসনে ভোট। পঞ্চম দফাতেও রাজ্যে কমিশনের বাহিনী দাওয়াই। সব বুথে মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী। ৩ জেলার ৭ আসনে মোতায়েন থাকবে মোট ৫২৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সব বুথে আধা সেনা। তবে এবারের নির্বাচনে বনগাঁ ও বারাকপুরের ওপর বিশেষ নজর রয়েছে কমিশনের। হাওড়া ও হুগলির গ্রামীণ বুথগুলিতে থাকবে বিশেষ নজর। 

 

.