সিপিএম প্রার্থীর ওপর হামলার প্রতিবাদে ওসি-র অপসারণ চেয়ে আসানসোলে বামেদের বিক্ষোভ
শুধু আসানসোল নয় রাজ্যের অন্যান্য জায়গায় এধরণের ঘটনা ঘটছে বলেও অভিযোগ করেন তিনি।
নিজস্ব প্রতিবেদন: প্রচার চলাকালীন আসানসোলের সিপিএম প্রার্থী গৌরাঙ্গ চট্টোপাধ্যায়ের ওপর হামলার প্রতিবাদে ও বারাবনি থানার ওসির অপসারণের দাবিতে আসানসোল-দুর্গাপুর পুলিস কমিশনারেট অফিস ঘেরা করে বিক্ষোভ দেখালেন বাম কর্মী সমর্থকরা।
বুধবার সকাল ১১টা নাগাদ আসানসোলের রবীন্দ্রভবন থেকে মিছিল করে কমিশনারেট অফিসে পৌঁছন তাঁরা। মিছিলে নেতৃত্ব দেন সিপিএম- এর রাজ্য কমিটির সদস্য মদন ঘোষ, বংশগোপাল চৌধুরি, মনোজ দত্ত, জামুড়িয়ার বিধায়ক জাহানারা খান, পার্থ মুখোপাধ্যায় প্রমুখ।
ভোটের আগে পুলিসের জালে অস্ত্র কারবারি, উদ্ধার অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র
বারাবনি থানার ওসির অপসারণ চেয়ে মদন ঘোষ বলেন, ''অনুমতি থাকা সত্ত্বেও পুলিশ নিরাপত্তা দেয়নি। বামপ্রার্থীর প্রচার রুখতে আরএসএস-এর নেতৃত্বে বিজেপি ও তৃণমূল সম্মিলিত ভাবে হামলা চালিয়েছে।''
শুধু আসানসোল নয় রাজ্যের অন্যান্য জায়গায় এধরণের ঘটনা ঘটছে বলেও অভিযোগ করেন তিনি।