তৃণমূল কর্মীদের ঘরে আগুন, ফের রাজনৈতির সংঘর্ষ পূর্ব বর্ধমানে

রবিবার রাতে ভাতারের ছাতনী গ্রামের দুটি সাবমারসিবলের ঘর আগুন লেগে পুড়ে যায়। অভিযোগকারী ওই দুই তৃণমূল কংগ্রেসের কর্মী মুক্ত দে ও বংশী দের অভিযোগ বিজেপি ও সিপিএম যৌথভাবেই এই আগুন ধরিয়েছে। 

Updated By: May 13, 2019, 05:42 PM IST
তৃণমূল কর্মীদের ঘরে আগুন, ফের রাজনৈতির সংঘর্ষ পূর্ব বর্ধমানে

নিজস্ব প্রতিবেদন: ফের উত্তপ্ত পূর্ব বর্ধমানের ভাতার। দুই তৃণমূল কংগ্রেস সমর্থকের ঘরে আগুন লাগানোকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল এলাকায়। রবিবার রাতে ভাতারের ছাতনী গ্রামের দুটি সাবমারসিবলের ঘর আগুন লেগে পুড়ে যায়। অভিযোগকারী ওই দুই তৃণমূল কংগ্রেসের কর্মী মুক্ত দে ও বংশী দের অভিযোগ বিজেপি ও সিপিএম যৌথভাবেই এই আগুন ধরিয়েছে। দুটি সাবমারসিবেল মিলিয়ে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ দেড় লক্ষ টাকা। ইতিমধ্যেই ভাতার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।

আরও পড়ুন: বারুইপুরে অমিতের সভার বাইরে তৃণমূল-বিজেপি হাতাহাতি, পরপর অটো ভাঙচুর

লোকসভা ভোটের আগে থেকেই ভাতার ব্লকের আমারুন ২ নম্বর অঞ্চলের খেরুড় ছাদনী এলাকায় বিভিন্ন রাজনৈতিক উত্তেজনা ছিল। ভোট প্রচারে শাসক বিরোধী সব দলই সামিল হয়। এই নিয়ে মাঝে মধ্যে ছোটোখাটো ঝামেলাও হয় তৃণমূল ও বিজেপির মধ্যে। ভোট শুরু হওয়ার সময়েও একাধিক ঘটনা ঘটে পূর্ব বর্ধমানে। ঘটনায় এলাকায় চাপা উত্তেজনা রয়েছে।

.