''সকাল থেকে ১০০টা অভিযোগ, ব্যবস্থা নেয়নি নির্বাচন কমিশন'', অভিযোগ নিশীথ প্রামাণিকের
নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুললেন কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। তাঁর অভিযোগ, সকাল থেকে ১০০টা অভিযোগ জানানো হলেও নির্বাচন কমিশন কোনও ব্যবস্থাই নেয়নি।
নিজস্ব প্রতিবেদন: নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুললেন কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। তাঁর অভিযোগ, সকাল থেকে ১০০টা অভিযোগ জানানো হলেও নির্বাচন কমিশন কোনও ব্যবস্থাই নেয়নি।
জেলাশাসকের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন তিনি।
কোচবিহারের পরিস্থিতি জানতে রবীন্দ্রনাথ ঘোষকে ফোন মমতা বন্দ্যোপাধ্যায়ের
কোচবিহারের মাথাভাঙায় বিজেপি এজেন্টকে বার করে দেওয়ার চেষ্টার অভিযোগ ওঠে তৃণমূল কর্মীর বিরুদ্ধে। কোচবিহারের ছাট খাটের বাড়ি ২৩৪ নং বুথের ঘটনা। চৌপথি উচ্চবিদ্যালয়ে ভোট দেন নিশীথ প্রামাণিক। এদিন তৃণমূলনেতা রবীন্দ্রনাথ ঘোষকে কটাক্ষ করে তিনি বলেন, ''তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে। ওরা বুঝতে পেরেছে সন্ত্রাস করে জেতা যায় না। তাই রবীন্দ্রনাথবাবু নানা অভিযোগ তুলছেন।''