বাংলায় ২৩টি আসনে পদ্ম, 'মমতাদিদি'কে আরও একবার চ্যালেঞ্জ অমিত শাহর

এবার বাংলায় ২৩ টি আসন পাবে বিজেপি।  লোকসভা নির্বাচনের আগে আলিপুরদুয়ারে প্রথম দফার প্রচারে এসে আরও একবার চ্যালেঞ্জ ছুড়ে গেলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। 

Updated By: Mar 29, 2019, 02:43 PM IST
 বাংলায় ২৩টি আসনে পদ্ম, 'মমতাদিদি'কে আরও একবার চ্যালেঞ্জ অমিত শাহর

নিজস্ব প্রতিবেদন: এবার বাংলায় ২৩ টি আসন পাবে বিজেপি।  লোকসভা নির্বাচনের আগে আলিপুরদুয়ারে প্রথম দফার প্রচারে এসে আরও একবার চ্যালেঞ্জ ছুড়ে গেলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। 

 

বাংলা দখল যে এবার পদ্ম শিবির মূল লক্ষ্য, তা একেবারে অরাজনৈতিক ব্যক্তির কাছেও স্পষ্ট। তাই লোকসভা নির্বাচনের আগে প্রায় ২১ টি সভা করার কথা রয়েছে মোদী-শাহ জুটির। শুক্রবার আলিপুরদুয়ারে ছিল প্রথম সভা। এই মঞ্চ থেকে নির্বাচনের আগে দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশে ঠিক কী বার্তা দেবেন মোদী সেনাপতি, তা নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। বাংলার বিজেপি কর্মী সমর্থকদের কাছে আরও একবার তাঁদের এবারের টার্গেট স্পষ্ট করে দিলেন অমিত শাহ। তিনি বললেন, ''এবার বাংলায় ২৩ টি আসন পাবে বিজেপি।''

'বাংলার জন্য এই নির্বাচন অস্তিত্বের', আলিপুরদুয়ার থেকে অমিত শাহ LIVE
এদিনের সভার শুরু থেকে শেষ পর্যন্ত 'মমতাদিদি'কে চাঁচাছোলা ভাষায় বিদ্ধ করেছেন অমিত শাহ। তিনি বলেছেন, ''মমতাদিদির সময় শেষ হয়ে এসেছে।'' তিনি আরও বলেন, ''বাংলায় এবার ২৩ টি আসন পাবে বিজেপি। তৃণমূল সরকারের আমলে গণতন্ত্র এখানে বিপন্ন। বাংলায় গণতন্ত্র থাকবে কিনা, ঠিক করবে এই ভোট।'' 
তিনি আরও বলেন, ''তৃণমূল টোলবাজি ট্যাক্স। বাংলায় সিন্ডিকেটের রাজ চলছে।''  পঞ্চায়েত নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, '' পঞ্চায়েত ভোটে এখানে শুধু হিংসা হয়েছে। বাংলায় এখন শুধু বোমার শব্দ শোনা যায়।'' এরপরই তিনি আশ্বস্ত করেন, ''এবার আধাসেনার উপস্থিতিতে সবাই ভোট দিতে পারবেন। অবাধ ও সুষ্ঠু ভোট করার চেষ্টা করছে নির্বাচন কমিশন।''
কেন্দ্রীয় নেতৃত্বের কাছ থেকে আরও একবার নিজেদের টার্গেট ও কীভাবে তা পূরণ করা যায়, তার 'পাঠ' পেয়ে উজ্জিবীত রাজ্য ও জেলা নেতৃত্ব। ভোটযুদ্ধে লড়াইয়ের অস্কিজেন পাচ্ছেন দলীয় কর্মী সমর্থকরাও। 

.