নির্বাচনের আগে আইনশৃঙ্খলা খতিয়ে দেখতে 'সন্ত্রাসের আঁতুড়ঘর' মুর্শিদাবাদে দুবে

ভিন্ন রাজনৈতিক দলের তরফে নির্বাচন কমিশনের কাছে মুর্শিদাবাদ সম্পর্কে একাধিক অভিযোগ জমা পড়েছে। 

Updated By: Apr 8, 2019, 02:00 PM IST
নির্বাচনের আগে আইনশৃঙ্খলা খতিয়ে দেখতে 'সন্ত্রাসের আঁতুড়ঘর' মুর্শিদাবাদে দুবে

নিজস্ব প্রতিবেদন:   নির্বাচনের আগে  'সন্ত্রাসের আঁতুড়ঘর' মুর্শিদাবাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি খতিয় দেখতে যাচ্ছেন বিশেষ পুলিস পর্যবেক্ষক বিবেক দুবে। সোমবার দমদম থেকে সরাসরি হেলিকপ্টারে মুর্শিদাবাদ যাচ্ছেন তিনি। বিকালে মুর্শিদাবাদের জেলাশাসক পি উল্গানাথন ও পুলিস সুপার শ্রী মুকেশের সঙ্গে বৈঠক করবেন তিনি। সঙ্গে থাকবেন পর্যবেক্ষকরাও। 

 

প্রসঙ্গত, বিভিন্ন রাজনৈতিক দলের তরফে নির্বাচন কমিশনের কাছে মুর্শিদাবাদ সম্পর্কে একাধিক অভিযোগ জমা পড়েছে। রেকর্ড বলছে, এর আগেও প্রতিবার নির্বাচনে একাধিক হিংসার ঘটনায় ঘটেছে মুর্শিদাবাদে। রাজ্যের সব  জেলা থেকে যত অশান্তি, হিংসা, খুনের অভিযোগ জমা পড়ে কমিশনে, তার মধ্যে মুর্শিদাবাদ জেলার নাম থাকে ওপরে। 

অনুব্রতর সভা সেরে ফেরার পথে তৃণমূলনেতার গাড়িতে বোমা
এবার অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে তত্পর কমিশন। তাই প্রথম দফা লোকসভা নির্বাচনের আগেই মুর্শিদাবাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে যাচ্ছেন বিশেষ পুলিস পর্যবেক্ষক বিবেক দুবে। রাজ্যের বিভিন্ন জেলায় হেলিকপ্টারেই তিনি নজরদারি চালাবেন বলে খবর। 

 

.