অমিত শাহর সভা ঘিরে এখন চূড়ান্ত তত্পরতা আলিপুরদুয়ারে
মুকুল রায় বলেন, ''এদিনের সভায় জনবিস্ফোরণ হবে। উত্তরবঙ্গের সব কটি আসনকে পাখির চোখ করেছে বিজেপি। ৮টি আসনই জিতব আমরা।''
নিজস্ব প্রতিবেদন: চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আর কিছুক্ষণের মধ্যেই আলিপুরদুয়ারের সভায় থাকবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। তাঁর আসার আগে আলিপুরদুয়ারে প্যারেড গ্রাউন্ডে সভাস্থল পরিদর্শন করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। লোকসভা নির্বাচনের আগে প্রথম দফার প্রচার এটি। তাঁর সভা ঘিরে কর্মীদের মধ্যে উত্সাহ তুঙ্গে। ইতিমধ্যেই সভাস্থলে ভিড় জমতে শুরু করেছে।
আলিপুরদুয়ারে বিজেপি প্রার্থী জন বার্লার হয়ে প্রচার করবেন অমিত শাহ৷ এদিনের সভায় অমিত শাহ ছাড়াও থাকবেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়, বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়৷ বেলা ১২টায় সভা।
এবারের লোকসভা নির্বাচনে বিজেপির পাখির চোখ বাংলা। তারমধ্যে উত্তরবঙ্গের আটটি আসনের ওপরই তাঁরা বিশেষ জোর দিচ্ছেন। গোড়ায় ঠিক ছিল, আলিপুরদুয়ারের পাশাপাশি এদিন কোচবিহারেও সভা করবেন অমিত শাহ। কিন্তু শেষ পর্যন্ত আলিপুরদুয়ারেই সভা করেন তিনি।
মেলেনি অনুমতি, ৩ এপ্রিল শিলিগুড়িতে মোদীর সভা ঘিরে অনিশ্চয়তা
আজকের সভা থেকে অমিত শাহ কী বার্তা দেন, তারই জন্য অধীর আগ্রহে দলীয় কর্মী সমর্থকরা। এদিন সভাস্থল পরিদর্শনের পর বিজেপি নেতা মুকুল রায় বলেন, ''এদিনের সভায় জনবিস্ফোরণ হবে। উত্তরবঙ্গের সব কটি আসনকে পাখির চোখ করেছে বিজেপি। ৮টি আসনই জিতব আমরা।''
দাপুটে 'কমরেড' তড়িত্ তোপদারের বাড়িতে বিজেপি প্রার্থী অর্জুন সিং!
প্রসঙ্গত, ৩ এপ্রিল শিলিগুড়ি ও ব্রিগেডে সভা করার কথা রয়েছে নরেন্দ্র মোদীর। সব ঠিক থাকলে মোদী ও অমিত শাহ ছাড়াও এপ্রিল জুড়ে বাংলায় সভা করার কথা রয়েছে যোগী আদিত্যনাথ ও রাজনাথ সিং-দের। রাজ্য বিজেপি নেতৃত্ব জানিয়েছে, লোকসভা নির্বাচনের আগে বাংলায় মোট ২১ টি সভা করবেন মোদী, অমিত শাহ, যোগী আদিত্যনাথরা।