WB Panchayat Election 2023: সন্ধে হলেই সার্চ লাইট জ্বেলে চলছে ভোটপ্রচার! অরণ্য-রহস্য?
WB Panchayat Election 2023: ডুয়ার্সের ধুপঝোরা এলাকার পাশেই গরুমারা জঙ্গল। জঙ্গল থেকে প্রায় প্রতিদিন রাতে এলাকায় ঢুকে পড়ে হাতি, অজগর। এহেন এলাকায় রাতে দেখা যাচ্ছে সার্চলাইট হাতে প্রচার সারছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী-সহ নেতাকর্মীরা।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: যেখানে বাঘের ভয়, সেখানেই সন্ধে হয়। ডুয়ার্সের জঙ্গলও এর ব্যতিক্রম নয়। তবে এখানে ঠিক বাঘ নয়, হাতি। হাতি এবং অন্যান্য কিছু প্রাণী। সন্ধে হলেই বেরিয়ে পড়ছে লোকালয়ে। এদিকে এসে গিয়েছে পঞ্চায়েত ভোট। প্রচার তো করতে হবে! কী ভাবে হবে প্রচার?
আরও পড়ুন: Bengal Weather Update: বিপুল বর্ষায় ভাসবে রাজ্য! মরসুমের সবচেয়ে বেশি বৃষ্টি কি মঙ্গলবারই?
ডুয়ার্সের জঙ্গল-লাগোয়া লোকালয়ে সন্ধ্যা হতেই চলে আসে হাতি-সহ বন্যপ্রাণীরা। এ এলাকায় মাঝে-মধ্যেই হাতির হানায় ক্ষতিগ্রস্ত হয় ঘরবাড়ি, ফসল। এমনকি প্রাণহানির মতো ঘটনাও ঘটে। যে কারণে রীতিমতো আতঙ্কে থাকেন জঙ্গল-লাগোয়া এলাকার বাসিন্দারা। এদিকে সামনেই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। হাতে সময়ও কম। তাই দিনে-রাত এক করে প্রচারে নেমেছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী-সহ নেতাকর্মীরা। কিন্তু দিনে নয় প্রচার করা গেল, এরকম জায়গায় রাতে কি প্রচারের কাজ সম্ভব?
ডুয়ার্সের মেটেলি ব্লকের দক্ষিণ ধুপঝোরা এলাকার পাশেই রয়েছে গরুমারা জঙ্গল। গরুমারা জঙ্গল থেকে প্রায় প্রতিদিন রাতে এই এলাকায় ঢুকে পড়ে কখনও হাতি, কখনও অজগর। এহেন এলাকায় রাতে দেখা যাচ্ছে সার্চলাইট হাতে প্রচার সারছেন তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতির প্রার্থী-সহ নেতাকর্মীরা। তাঁদের বেশিরভাগের হাতেই রয়েছে সার্চ লাইট ও টর্চ লাইট। তাঁদের কথায়, একদিকে প্রচারের সময় কম, তাছাড়া দিনে অধিকাংশই কাজেকর্মে ব্যস্ত থাকেন। তাই প্রচার চলে সন্ধ্যায়। যেহেতু হাতির উপদ্রব রয়েছে, তাই হাতে রয়েছে সার্চ লাইট।
আরও পড়ুন: Malbazar: হঠাৎ জল বেড়ে যাওয়ায় নদীতে ভেসে গেল দু'টি ট্রাক্টর! তারপর কী হল?
মাটিয়ালি পঞ্চায়েত সমিতির ১৩ নং আসনের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বলেন-- রাতে প্রচার করতে হচ্ছে, কারণ দিনের বেলায় সবাই কাজে ব্যস্ত। যেহেতু জঙ্গল-লাগোয়া এলাকা, তাই সার্চ লাইট হাতেই চলছে প্রচার। মাঝেমধ্যেই পাশের জঙ্গল থেকে হাতি-সহ বিভিন্ন বন্যপ্রাণী লোকালয়ে চলে আসে তো তাই।