30 March 2021, 17:45 PM
টেঙ্গুয়ার সভা সেরে বলরামপুরে আক্রান্ত দলীয় কর্মী রবি মান্নাকে দেখতে তাঁর বাড়িতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।
30 March 2021, 17:15 PM
প্রচার সেরে টেঙ্গুয়ার সভায় হুইলচেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন মমতা। দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গাইলেন মমতা।
30 March 2021, 17:15 PM
টেঙ্গুয়ার সভায় মমতা
"একটা কথোপকথন ভাইরাল করেছে। খবর ছিল কেউ কথা বলতে চায়। তাই কথা বলেছি। ওর অনুরোধে ফোন করলে দোষ কোথায়? সে ভাইরাল করলে তাঁর শাস্তি হওয়া উচিত। এরকম আমি আরও ফোন করব।" প্রলয়কাণ্ডে জবাব মমতার।
"কয়েকটা অসভ্য আমায় দেখে জয় শ্রী রাম বলেছে টেঙ্গুয়া মোড়ে। আমরা ছেড়ে দেওয়ার লোক নই।"
"বাড়ি বসে ঘুমিয়ে দাঁড়িয়ে বাড়িয়েছো করোনার মত!" মোদীকে কটাক্ষ মমতার।
"বিজেপি নিজের লোকেদের টিকিট দেয়নি। এমনকি জয়প্রকাশকে টিকিট দেয়নি। সব ধার করা।"
"নন্দীগ্রামকে ক্ষতবিক্ষত করে দিয়েছে গদ্দাররা। ভাগ্য ভালো যে ভোটের আগে চলে গিয়েছে। প্ল্যান ছিল ভোটের পর ৪০টা বিধায়ক নিয়ে যাওয়ার।"
"বিজেপির কেউ কেউ বলল নাটক করছি। রিপোর্ট দেখলে বুঝবেন!"
"আমি না বেরলে নন্দীগ্রামের মানুষকে দোষ দিতে পারে। নন্দীগ্রামের মানুষের কোনও দোষ নেই।"
"বিজেপি কোনও নিয়ম মানে না। গায়ের জোরে মিটিং করছে। লোক নেই তো কাঁথি থেকে নিয়ে আয়।"
30 March 2021, 16:45 PM
বাঁশুলিচকে মমতা
ওরা নিজের দলের একটা মেয়েকে মারবে। উত্তরপ্রদেশ, বিহার থেকে আনা গুন্ডাদের দিয়ে অত্যাচার করাবে। তারপর হিন্দু- মুসলমান করে দাঙ্গা বাঁধিয়ে দেবে। এটাই ওদের প্ল্যান।
সকাল সকাল মাস্ক পরে ভোট দিতে যাবেন। মাস্ক না পরলে কেন্দ্রীয় বাহিনী ভোট দিতে দিচ্ছে না।
গ্রামে গিয়ে বিজেপিকে ভোট দিতে বলছে বাহিনী।
আমি মুখ্যমন্ত্রী। আর আমাকেই কিনা বহিরাগত বলছে!
আর ৪৮ ঘণ্টা। তারপর পগার পার হতে হবে। তখন হলদি নদীর ধারে খুঁজে পাওয়া যাবে না। আমরাই থাকব।
১ এপ্রিল বিজেপিকে এপ্রিল ফুল করে দিন।
আমিই নন্দীগ্রামের বিধায়ক হব। আমি গ্রাম থেকে দাঁড়াতে চেয়েছিলাম, আর সেখানে নন্দীগ্রামের থেকে ভালো কিছু হয় না। নন্দীগ্রামের মাটি সংগ্রাম, লড়াইয়ের মাটি।
30 March 2021, 13:00 PM
- কেন্দ্রীয় বাহিনীর গাড়ি থেকে টাকা বিলি করছে। বিজেপির হয়ে টাকা বিলি করছে কেন্দ্রীয় বাহিনী। মন্ত্রীরা হোটেলে হোটেলে বসে টাকা বিলি করছেন।
- ৪৮ ঘণ্টা মাথা ঠান্ডা। ভাল করে ভোটটা করে নিন। কোনও অশান্তি, দাঙ্গায় না গিয়ে ভোট দিন। বিজেপিকে একেবারে বোল্ড আউট করে দিন।
- গুন্ডামি যারা করছে, তাদের রাজনৈতিক ভাবে কবর দিন। বিহার, উত্তরপ্রদেশ থেকে গুন্ডাদের নিয়ে আসছে। কেউ ভয় দেখালে ভয় পাবেন না।
30 March 2021, 12:45 PM
"নির্বাচন কমিশন পরিচালনা করছে, তাই রাজ্যের পুলিস একটু বিরোধিতা করবে। তবে ভোটের পর পুলিস তো আমাদের।" সোনাচূড়ায় বললেন মমতা বন্দ্যোপাধ্য়ায়।
30 March 2021, 12:15 PM
রেয়াপাড়ায় মমতা বন্দ্যোপাধ্য়ায়ের কনভয়ের সামনে 'জয় শ্রী রাম' স্লোগান। শাহের রোড শো উপলক্ষে জমায়েত হওয়া বিজেপি কর্মী, সমর্থকরা স্লোগান দেন বলে জানা যাচ্ছে। পরিস্থিতি সামাল দেন নিরাপত্তাকর্মীরা।
30 March 2021, 12:00 PM
হুইলচেয়ারে চেপেই আজ শেষ দফার প্রচারে তৃণমূল নেত্রী। ভেকুটিয়া, টাঙ্গুটিয়াতেও আজ প্রচার করবেন মমতা।
30 March 2021, 12:00 PM
মমতার রোড শোয়ে রাস্তার দুপাশে অসংখ্য মানুষের ভিড়। 'খেলা হবে' স্লোগান দিচ্ছেন তৃণমূল কর্মী, সমর্থকরা।
30 March 2021, 12:00 PM
অন্যদিকে শুভেন্দুর হয়ে রোড শো করবেন অমিত শাহ। নন্দীগ্রাম, ডেবরা, পাঁশকুড়াতে রোড শো করবেন তিনি।
30 March 2021, 11:45 AM
বৃহস্পতিবার ভোটের আগে নন্দীগ্রামের শেষ দফার প্রচার আজ। ভাঙাবেড়া শহিদ বেদীতে মাল্যদান করে মিছিল শুরু করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায়। ভাঙাবেড়া শহিদ বেদী থেকে সোনাচূড়া পর্যন্ত রোড শো করছেন তৃণমূল নেত্রী।