14 July 2024, 13:45 PM
Jagannath's Ratna Bhandar : সবে খোলা হল প্রথম দরজা! কিছুক্ষণের মধ্যেই জানা যাবে পুরীর মন্দিরের রত্নভাণ্ডারের রহস্য। এবার খোলা হবে পুরীর মন্দিরের রত্নভাণ্ডারের দরজা-- খবরটা শোনার পর থেকেই সারা দেশে কৌতূহলের সীমা-পরিসীমা ছিল না। গতকাল থেকে তো সারা দেশ প্রহর গুনেছে। আজ, রবিবারও সকাল থেকে সেই পরিস্থিতি। কী আছে মন্দিরের রহস্যময় ঘরে?
14 July 2024, 09:00 AM
Kolkata Suicide: সাত সকালে ঝুলন্ত দেহ উদ্ধার। লেক মলের কাছে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে একটি ফুলের দোকানের কাছে একটি হোর্ডিং বোর্ডের উপরে ওই ব্যক্তিকে ঝুলতে দেখা যায়। এর পরেই খবর যায় পুলিসে। পুলিস আসে। দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। কী ভাবে এই ঘটনা, সে বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। মৃতের নাম, বিশু হালদার (৪২)। কুলপি এলাকার বাসিন্দা তিনি। লেক মলে তাঁর ফুলের দোকান।
14 July 2024, 08:30 AM
Canning Death from Electrocution: কাজ করতে-করতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক রাজমিস্ত্রির। মৃত ওই ব্যক্তির নাম বিল্লু বৈরাগী (৪২)। স্থানীয় সূত্রে জানা যায়, ২৪ পরগনার ক্যানিংয়ের তালদির একটি রুটি কারখানায় রাজমিস্ত্রির কাজ করছিলেন বিল্লু। হঠাৎই উপরে থাকা হাইটেনশন তারে হাত লাগে তাঁর। সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নীচে পড়ে যান তিনি। তড়িঘড়ি তাঁকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ক্যানিং থানার পুলিস দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। ঠিক কী কারনে এমন ঘটল, তদন্ত করে দেখছে ক্যানিং থানার পুলিস।