21 January 2025, 11:45 AM
Road Accident: ফের শহরে পথ দুর্ঘটনা। একই দিনে দুটো দুর্ঘটনা। পুলিস সূত্রে জানা গিয়েছে, ঢালাই ব্রিজ থেকে কামালগাছির দিকে একটি অটো যাচ্ছিল। সেই সময় পেছনে এসে গাড়ি ধাক্কা মারে। অটোতে থাকা ৫ যাত্রীরা গুরুতর আহত হয়। তাঁদের মধ্যে রয়েছেন এক শিশু ও এক মহিলা। জখমরা হাসপাতালে চিকিৎসাধীন।
21 January 2025, 10:00 AM
Tiger of Purulia: ২১ দিন পার এখনও অধরা পুরুলিয়ার বাঘ। ফের অবস্থান বদল বাঘের। বান্দোয়ানের রাইকা পাহাড় ছেড়ে ঝাড়খণ্ডের দলমা পাহাড়ে। পরপর তিন সপ্তাহ পার বাগে আসেনি রেডিওকলারহীন বাঘ। গতিবিধি জানতে হিমশিম ঝাড়খণ্ড ও বাংলার বন দফতর।
21 January 2025, 10:00 AM
Saif Ali Khan: সইফের উপর হামলার ঘটনার পুনর্নির্মাণ মুম্বই পুলিসের । ধৃত মহম্মদ শরিফুলকে নিয়ে সইফের বাড়িতে তদন্তকারীরা । তদন্তের স্বার্থে ঘটনার পুনর্নিমাণ করা হয় । নিছক চুরির উদ্দেশ্য না অন্য কারণ? খতিয়ে দেখছে পুলিস।
21 January 2025, 10:00 AM
Basanti: বাসন্তীতে নাবালিকাকে ‘ধর্ষণ করে খুন’-এর ঘটনায় ধৃত ৩ । ধৃত তিনজনের বাড়ি উত্তর চুনাখালি এলাকায় । ‘ধর্ষণ-খুন’-এর নেপথ্যে ত্রিকোণ প্রেমের তত্ত্ব! নাবালিকাকে গণধর্ষণ করে শ্বাসরোধ করে খুনের অভিযোগ। খুনের পর দেহ লোপাট করতে মাটি চাপা দেওয়ার অভিযোগ।
21 January 2025, 10:00 AM
Goalpokhar: গোয়ালপোখর কাণ্ডে আরও এক গ্রেফতার । গ্রেফতার বাংলাদেশি আব্দুল হোসেন । গতকাল রাতে বাংলাদেশে পালানোর সময় গ্রেফতার । করণদিঘি লাগোয়া সীমান্ত এলাকা থেকে গ্রেফতার । সাজ্জাককে গুলি চালিয়ে পালাতে সাহায্য করেছিল আব্দুল
এমনটাই খবর পুলিস সূত্রে, আজ আদালতে পেশ।