12 January 2025, 08:45 AM
Swami Vivekananda's Birthday: স্বামী বিবেকানন্দের ১৬৩ তম জন্ম দিবস ও ৪১ তম জাতীয় যুব দিবস উপলক্ষে সকাল থেকেই বেলুড়মঠে অনুষ্ঠান। ভোর পাঁচটায় স্বামী বিবেকানন্দের মন্দিরে মঙ্গলারতীর মধ্যে দিয়ে পূজোপাঠ শুরু হয়। সকাল থেকেই বিভিন্ন স্কুল, ক্লাব ও বেলুড় মঠের শাখা সংগঠনের পক্ষ থেকে প্রভাত ফেরির মাধ্যমে পড়ুয়া ও শিক্ষার্থীরা যুব দিবসে বেলুড় মঠে শামিল হন। তারা স্বামীজীর ছবি সম্বলিত বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে, স্বামীজি এবং ঠাকুরের গান গাইতে গাইতে মন্দির পদক্ষেপ এবং ঠাকুর দর্শন করে।
12 January 2025, 08:45 AM
kolkata Marathon: রবিবার সকালে হয়ে গেল শ্রীভূমি গোল্ড ম্যারাথন। সুজিত বসুর উদ্যোগে এই ম্যারাথনে অংশগ্রহণ করেছিলেন প্রায় ৯ হাজার। তবে এরই মধ্যে ছিলেন বিশেষভাবে সক্ষম ২০ জন। কারুর রয়েছে অটিজম, কেউ আবার ডাউন সিনড্রোমে আক্রান্ত। তবে তারা দৌড়াতে এসেছেন, স্বাস্থ্য ভালো রাখার উদ্দেশ্যে। লেকটাউনেরই একটি সংস্থা এই ধরনের বিভিন্ন বয়সের বাচ্চাদের দেখাশোনা করে। তাদের উদ্যোগেই এই কুড়ি জনের শ্রীভূমি গোল্ড ম্যারাথনে অংশগ্রহণ করা।
12 January 2025, 08:45 AM
Purulia: পুরুলিয়ার বাঘমুন্ডি ব্লকের বুড়দা -কালিমাটি অঞ্চলের কালিমাটি সমবায় কৃষি উন্নয়ন সমিতি নির্বাচনে তৃণমূল কংগ্রেস ৬-০ ফলে নিরঙ্কুশ জয়লাভ করল। সবুজ আবির হয়ে মেখে বিজয় উৎসব পালন করল তৃণমূল। জানা যায়, ওই সমিতিতে তৃণমূলের ৬ জন প্রার্থীর বিরুদ্ধে বিজেপি, সিপিআইএম ও কংগ্রেস প্রার্থী দেয়। তৃণমুল প্রার্থীরা ৬ টি আসনেই জয়লাভ করেন। এবিষয়ে বাঘমুন্ডির তৃণমূল বিধায়ক সুশান্ত মাহাতো ও বাঘমুন্ডির ব্লক যুব তৃনমূল সভাপতি মানস মেহেতা বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলেই তৃণমূলকে সমর্থন করেছেন। এই জয় সকল তৃণমূল কর্মী সমর্থকদের পরিশ্রমের ফল।
12 January 2025, 08:45 AM
Baruipur: অভিযোগ সমবায় শুরু থেকে আজও অবধি কোন প্রকার নির্বাচন হয়নি।ধীরে ধীরে দুর্নীতির আঁতুড় ঘর হয়ে ওঠে এই সমবায়। এলাকার মানুষের অভিযোগ, বিভিন্ন খাতে টাকার গরমিল রয়েছে। সাধারণ মানুষ সুবিধা থেকে বঞ্চিত। এছাড়াও সমবায় সমিতিতে মহিলাদের সঙ্গে খারাপ আচরণ করা হয়।এছাড়াও বিশেষ করে সমবায় সমিতির ম্যানেজার রাজু সরদার এর পিছনে রয়েছে বলে অভিযোগ।এতো অভিযোগের মধ্যে কমিটি গঠনের জন্য নির্বাচনের দিন স্থীর হয়।সেই মতো আগামী পয়লা ফেব্রুয়ার নির্বাচনের দিন স্থীর হয়।মনোনয়ন পত্র জমা দেওয়ার জন্য ৭ জানুয়ারী থেকে ১১ জানুয়ারী পর্যন্ত সময়সীমা ধার্য্য করা হয়।অভিযোগ মনোনয়ন পত্র জমা দেওয়ার জন্য নির্দিষ্ট সময় জানানো হলেও সমবায় সমিতির দরজায় এক সপ্তাহের অধিক সময় তালা দিয়ে বন্ধ রাখা হয়েছে। অভিযোগ একদিকে সাধারণ মানুষের পরিষেবা যেমন ব্যহত হচ্ছে অপর দিকে নির্বাচনের জন্য মনোনয়ন পত্র জমা দেওয়া ও যাচ্ছে না সমিতি বন্ধ থাকায়।
12 January 2025, 08:45 AM
Purulia Weather: কনকনে শীতের আমেজ পুরুলিয়ায়। শীতের তৃতীয় স্কেলে ঠান্ডায় জবুথবু পুরুলিয়াবাসী। আজ পুরুলিয়া জেলার তাপমাত্রা রয়েছে ৭ ডিগ্রি। ঠান্ডায় জুবুথুবু অবস্থা সাধারন মানুষের। ঠাণ্ডা থেকে রেহাই পেতে সকালের দিকে রাস্তাঘাটে আগুন পোহাচ্ছেন সাধারন মানুষ । জেলার বিভিন্ন পর্যটন স্থান গুলোতে পর্যটকদের ঠাসা ভিড় রয়েছে। রাতের দিকেও কনকনে শীত অনুভূত হচ্ছে জেলায়। সকাল থেকে কুয়াশাচ্ছন্ন রয়েছে রাস্তাঘাট । দৃশ্যমান্যতা কম থাকায় লাইট জ্বালিয়ে গাড়ি চালাচ্ছেন চালকেরা। প্রাতঃভ্রমণে বেরিয়ে শীতের আমেজ উপভোগ করছেন সাধারন মানুষ ।
12 January 2025, 08:45 AM
Purulia Road Accident: কুইলাপাল রাজ্য সড়কের বোরো থানার কাল্লাবেড়া যাত্রী নিবাসের অদূরে। স্থানীয় মানুষজনের সহযোগীতায় তড়িঘড়ি জখম ব্যক্তিদের উদ্ধার করে বান্দোয়ান ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। জখম ওই চার বাইক আরোহীর মধ্যে দুজনের বাড়ি বান্দোয়ানের নান্না এলাকায় এবং অপর দুই বাইক আরোহীর বাড়ি বান্দোয়ানের কোপাটডাঙ্গা এলাকায়।
12 January 2025, 08:45 AM
Purulia: বাঘকে বাগে আনতে হিমসিম খাচ্ছে ঝাড়খণ্ড বনবিভাগ। পরপর ১২ দিন পার হয়ে গেলেও খাঁচাবন্দী করা যায়নি বাঘকে । সমস্ত চেষ্টায় বিফলে যাচ্ছে বন দফতরের। বাঘের গলায় রেডিও কলার না থাকায় বাঘের গতিবিধি জানতে হিমসিম খাচ্ছে ঝাড়খণ্ড বনবিভাগ। দিনের পর দিন ঝাড়খণ্ডের সরাইকেলা-খরসোঁওয়া বনবিভাগের চান্ডিল, চৈনপুর, বালিডি, দলমা, চৌকা বনাঞ্চল সহ একাধিক জায়গায় বাঘের পায়ের ছাপ মিলছে । প্রতিদিনই ১০-১২ কিমি হেঁটে নিজের অবস্থান পরিবর্তন করছে ওই বাঘ । কখনও সেই বাঘ ঢুকে পড়ছে লোকালয়ে বলে দাবি জঙ্গল লাগোয়া গ্রামের বাসিন্দাদের।