West Bengal News LIVE Update: আলিপুরে বেসরকারি হাসপাতালের কাছে বিধ্বংসী আগুন, নেভাতে হিমসিম খাচ্ছে দমকল

একনজরে সারাদিনের সব বড় খবর। দেখুন শুধুমাত্র Zee ২৪ ঘণ্টা ডিজিটালে-  

Last Updated: Saturday, December 21, 2024 - 19:29
West Bengal News LIVE Update: আলিপুরে বেসরকারি হাসপাতালের কাছে বিধ্বংসী আগুন, নেভাতে হিমসিম খাচ্ছে দমকল

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

21 December 2024, 19:30 PM

Kolkata Fire: আলিপুর দুর্গাপুর ব্রিজের দুপাশের বস্তিতে বিধ্বংসী আগুন। ব্রিজের নীচের বস্তিতে  দাউদাউ করে জ্বলছে আগুন। ব্রিজের খুব কাছেই রয়েছে একটি নামী বেসরকারি হাসপাতাল। আগুন তার খুব কাছে পৌঁছে গিয়েছে। হাসপাতাল থেকেও জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা হচ্ছে। অন্যদিকে, ব্রিজের ওপর থেকে জল দিচ্ছে দমকল। পাশাপাশি নিচের বস্তিতে পৌঁছনোর চেষ্টা করছে। কিন্তু অত্যন্ত গিঞ্জি হওয়ার কারণে সেখানে পৌঁছতে পারছে না দমকলের ইঞ্জিন।

21 December 2024, 14:00 PM

Canning: ক্যানিংয়ে এক নাবালিকার সঙ্গে ফোনে আলাপ ভাঙ্গরের এক যুবককের। তারপর প্রেমের জালে ফাঁসিয়ে ধর্ষণ করার অভিযোগ যুবকের বিরুদ্ধে। থানায় অভিযোগ দায়ের, গ্রেফতার যুবক। মোবাইলে অপরিচিত নম্বর থেকে ফোন। তারপর আলাপ। চুটিয়ে প্রেমের গল্পে এক নাবালিকাকে ফুঁসলিয়ে ধর্ষণ করার অভিযোগ উঠলো ভাঙড়ের যুবক দেবজিৎ সরদারের বিরুদ্ধে। ঘটনায় নাবালিকার পরিবার ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিস। দেবজিৎ নামে ওই যুবককে গ্রেফতার করে। ধৃত যুবক ও নাবালিকাকে শারীরিক পরীক্ষার জন্য আজ ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ক্যানিং থানার পুলিসের তরফে। পাশাপাশি ধৃত যুবককে আজ আদালতে তোলা হয়।

21 December 2024, 11:30 AM

পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা,গোয়ালতোর, চন্দ্রকোনা মূলত কৃষি প্রধান এলাকা। সদ্য লাগানো হয়েছে আলু, আর এইদিকে ভোররাত থেকে বৃষ্টি, বৃষ্টিতে দুশ্চিন্তায় কৃষকেরা। পশ্চিম মেদনীপুর জেলার বিভিন্ন এলাকায় শুরু হয়েছে বৃষ্টি। বৃষ্টির পরিমাণ বাড়তে থাকলে আলু পচে যাওয়া সম্ভাবনা থাকছে। এমনই দাবি করছেন কৃষকেরা। এই বৃষ্টির ফলে নিচু এলাকাগুলিতে আলু চাষ পিছিয়ে যাওয়ার আশঙ্কা  কৃষকদের। 

21 December 2024, 11:30 AM

মন্দারমনিতে হোটেলের রুম থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। মৃত ব্যক্তি আমডাঙা আধাটা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের স্বামী আবুল নাসার বলে জানা গেছে। রুমের দরজা ভেতর থেকে বন্ধ ছিল,তাই দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করা হয়.... মৃতদেহ ময়না তদন্তের জন্য কাঁথি মহাকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশের প্রাথমিক পর্যায়ের অনুমান আত্মহত্যা করেছে আবুল.... এটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা হলেও ময়না তদন্তের রিপোর্ট হাতে আসার পরেই সব পরিষ্কার হবে বলে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে।

21 December 2024, 11:30 AM

বাগুইহাটি প্রোমোটার কে মারধর করার অভিযুক্ত কাউন্সিলরের কার্যত পাশে দাঁড়ালেন দমদম সাংসদ সৈকত রায়। তিনি বলেন যখন ঐ ঘটনা ঘটে ছিল সেই সময় কাউন্সিলার ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না।তা ছাড়া ও দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। কাউন্সিলর দোযি হলে গ্রেফতার হবে। ফিরাদ হাকিমের সংখ্যালঘু সংখ্যাগুরু প্রসঙ্গে সৌগত রায় জানান উনি ঠিক বলেছেন না ভুল বলেছে সেই প্রসঙ্গে কিছু বলা যায় নাকি তবে তিনি পাটীর শ্রেষ্ঠ কর্মী এবং আত্যান্ত ধর্ম নিরপেক্ষ মানুষ।

21 December 2024, 09:30 AM

দ্রুত বেগে যাত্রীবাহী বাস ধাক্কা মারলো রাজ্য সড়কের ধারে দাঁড়িয়ে থাকা এক পন্য বাহী লরির পেছনে, ঘটনায় আশঙ্কাজনক বাসের চালক থেকে শুরু করে বেশ কয়েকজন যাত্রী। স্থানীয়দের তৎপরতায় তাদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে কেশপুর গ্রামীণ হাসপাতালে। ঘটনাটি ঘটে আজ সকালে পশ্চিম মেদিনীপুর জেলার আনন্দপুর থানার পাঁচখুরি বুড়াপাট এলাকায়। জানা যায় চন্দ্রকোনা থেকে মেদিনীপুরগামী আশিফ নামক বাস এই দুর্ঘটনার কবলে পড়ে , স্থানীয় সূত্রে জানাযায় সেই সময় বাসে ছিল প্রায় ৩০ থেকে ৪০ জন যাত্রী। 

21 December 2024, 09:30 AM

জমি অধিগ্রহণে রাজ্য সরকারের গড়িমসির কারণেই পশ্চিমবঙ্গে থমকে আছে রেলের গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ। রাজ্যসভায় লিখিত প্রশ্নোত্তরে বিবৃতি দিয়ে জানিয়ে দিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। একইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের হাতে রেলমন্ত্রক থাকার সময়কাল বা ২০০৯-১৪ ইউপিএ 2 সরকারের তুলনায় ২০২৪-২৫ চলতি অর্থবর্ষেই পশ্চিমবঙ্গের রেল প্রকল্পে তিন গুণ বেশি অর্থ বরাদ্দ করা হয়েছে বলে দাবি রেলমন্ত্রীর। তৃণমূলের সামগ্রিক কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগের জবাব দিতেই কি পরিকল্পনামাফিক এই তথ্য-পরিসংখ্যানভিত্তিক বিবৃতি?