West Bengal News LIVE Update: নিয়োগ দুর্নীতিতে পার্থর বিরুদ্ধে ইডির মামলায় চার্জ গঠনের তোড়জোড় শুরু!

 একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-

Last Updated: Monday, December 16, 2024 - 13:26
West Bengal News LIVE Update: নিয়োগ দুর্নীতিতে পার্থর বিরুদ্ধে ইডির মামলায় চার্জ গঠনের তোড়জোড় শুরু!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

16 December 2024, 13:15 PM

Partha Chatterjee: সুপ্রিম কোর্টে পার্থর জামিনের নির্দেশের পর নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় চার্জ গঠনের তোড়জোড় শুরু বিচার ভবনে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সমস্ত নথি দেওয়ার নির্দেশ। আগামী বুধবারের মধ্যে সাক্ষী তালিকা তৈরি করার নির্দেশ। প্রায় প্রতিদিন বিচার প্রক্রিয়া চলতে পারে, মৌখিক পর্যবেক্ষণে এমন ইঙ্গিত আদালতের। ৫ নম্বর সাপ্লিনেন্টরি চার্জশিটে যারা অভিযুক্ত হিসাবে যুক্ত হয়েছে তাদের নোটিস এবং নথি দেওয়ার নির্দেশ।

16 December 2024, 13:15 PM

Kolkata: তিলজলায় বাড়িতে আচমকা বিকট শব্দে বিস্ফোরণ। ৯০ শতাংশ দগ্ধ নন্দরাণী দে নামে ৬৫ বছর বয়সী বৃদ্ধা। জখম বৃদ্ধা বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। আশঙ্কাজনক অবস্থায় ভেন্টিলেশনে আছেন। ১৪৩/১৫৯ পিকনিক গার্ডেন রোডের বাড়িতে সেই সময় একাই ছিলেন। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সিলিন্ডার বিস্ফোরণ নয়। সিলিন্ডার অক্ষত অবস্থায় উদ্ধার হয়েছে। অক্ষত আছে ওভেন এবং সিলিন্ডার পাইপও। পাওয়া যায়নি এলপিজির গন্ধ। তাহলে কি থেকে বিস্ফোরণ? তদন্তে পুলিস। বিস্ফোরণের তীব্রতায় উড়ে গিয়েছে বাড়ির ছাদ।

16 December 2024, 10:30 AM

Kolkata: টালা জলাধার ও পলতা জল পরিশোধন কেন্দ্রে মেরামতি কাজের জন্য সোমবার সকাল ৯টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত কলকাতার বেশ কিছু এলাকায় বন্ধ থাকবে পানীয় জল সরবরাহ। ভালভ বদল ও কিছু জায়গায় পাইপ লাইন মেরামত করা হবে। সে কারণেই জল বন্ধ রাখার সিদ্ধান্ত। পুরসভার তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১ নম্বর থেকে ৭ নম্বর বরো পর্যন্ত বন্ধ থাকবে পানীয় জল সরবরাহ। বরো ৮-এরও বেশ কিছু জায়গাতে সোমবার সকালের পর আর পানীয় জল মিলবে না। জল সরবরাহ বন্ধ থাকবে পাইকপাড়া, টালা, হাতিবাগান, বাজবাজার, শ্যামবাজার, মানিকতলা, ধর্মতলা, পার্ক সার্কাস এবং কসবার কিছু এলাকায়। কলকাতার পাশাপাশি টালা জলাধার থেকে জল সরবরাহ করা হয় বিধাননগর ও দক্ষিণ দমদম পুর এলাকাতেও। ফলে ওই তল্লাটেও সোমবার সকালের পর থেকে জল পেতে সমস্যা হবে। বাসিন্দাদের যাতে সমস্যা না হয়, সে জন্য পর্যাপ্ত সংখ্যায় পানীয় জলের গাড়ির ব্যবস্থা করা হয়েছে—এমনটাই জানানো হয়েছে পুরসভার তরফে।

16 December 2024, 10:30 AM

Jayanta Roy: উত্তরবঙ্গের প্রতি বঞ্চনার কারণেই আলাদা রাজ্যের দাবি বার বার উঠে আসছে। আলাদা রাজ্যের দাবিকেই একপ্রকার সমর্থন করলেন  জলপাইগুড়ি সাংসদের জয়ন্ত কুমার রায়। উত্তরবঙ্গের প্রতি বঞ্চনা কারণেই এই দাবি উঠে আসছে। এতদিন ধরে বঞ্চিত হতে হতে মানুষের আর রাস্তা নেই, জিরো হয়ে গিয়েছে। তাই উত্তরবঙ্গের মানুষ চাইবে না আলাদা রাজ্য? উত্তরবঙ্গ মানুষের প্রতি বঞ্চনার একটা সীমা আছে। সেই সীমাটা ছাড়িয়ে গিয়েছে। তবে কেন্দ্রীয় সরকারের কাছে বিভিন্ন দফতরের বিভিন্ন জায়গায় গিয়ে এখানকার সাংসদরা পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য প্রস্তাব আমরা পাঠাচ্ছি। সেগুলো যদি রুপায়ণ হয় তাহলে দেখতে পাবেন উত্তরবঙ্গ তথা পশ্চিমবঙ্গের অবস্থা কতটা উন্নতি হয়!

16 December 2024, 10:30 AM

Kolkata: বাগুইআটিতে প্রোমোটারকে মারধর, গ্রেফতার ২। রমেন মন্ডল ও শুভঙ্কর মন্ডল। বাগুইআটির রঘুনাথপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। এদের জিজ্ঞাসাবাদ করে বাগুইআটি থানার পুলিস জানার চেষ্টা করছে আর কারা কারা ছিল, কার নির্দেশে গিয়েছিল।