ভিডিয়ো: দীপাবলির আগে ঝাঁটা, মোছা হাতে স্বচ্ছ ভারতের বার্তা তৃণমূল বিধায়ক লক্ষ্মীর

পুজোর আগে ঘরদোর পরিষ্কারের রেওয়াজ এদেশে দীর্ঘদিনের। 

Reported By: কমলিকা সেনগুপ্ত | Updated By: Oct 26, 2019, 07:26 PM IST
ভিডিয়ো: দীপাবলির আগে ঝাঁটা, মোছা হাতে স্বচ্ছ ভারতের বার্তা তৃণমূল বিধায়ক লক্ষ্মীর

কমলিকা সেনগুপ্ত: উৎসবের আগে পরিষ্কার-পরিচ্ছন্নতার বার্তা দিলেন তৃণমূল বিধায়ক লক্ষ্মীরতন শুক্ল। শনিবার তিনি একটি স্পোর্টস অ্যাকাডেমিতে ঝাড়ু, মোছা হাতে নেমে পড়েন। ওই ভিডিয়োটি ফেসবুকে পোস্ট করে লক্ষ্মীরতন বলেছেন, ''বাড়ি, ঘর, দেশ ও নিজের রাজ্য পরিষ্কার রাখুন।''

পুজোর আগে ঘরদোর পরিষ্কারের রেওয়াজ এদেশে দীর্ঘদিনের। কিন্তু শুধুই কি নিজের ঘর পরিষ্কার? চারপাশটা কি নোংরা থাকবে? ক্ষমতায় আসার পর ২০১৪ সালের ২ অক্টোবর স্বচ্ছ ভারত অভিযান শুরু করেন নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গে চলেছ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্মল বাংলা প্রকল্প। শুক্রবার কালীপুজো ও দীপাবলির আগে ঝাঁটা, ঝাড়ু, মোছা হাতে ক্রিকেট অ্যাকাডেমি পরিষ্কারের কাজে নেমে পড়েন তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্ল।

ঝাড়পোছের ভিডিয়ো ফেসবুকে পোস্ট করেছেন লক্ষ্মীরতন। ভিডিয়োয় দেখা যাচ্ছে, নিজে হাতে ঝাঁটা দিচ্ছেন তিনি। মোছা দিয়ে দেওয়াল পরিষ্কার করছেন লক্ষ্মীরতন। একইসঙ্গে পরিচ্ছন্নতার পাঠও দিয়েছেন প্রাক্তন ক্রিকেটার। তাঁর বার্তা, আজ ক্যাম্পের সবাই মিলে পরিষ্কার করলাম। কোনও কাজ ছোট নয়। নিজের কাজ নিজে করতে হবে। বাড়ি পরিষ্কার রাখো। দেশ পরিষ্কার রাখো। রাজ্য পরিষ্কার রাখো। আসুন নিজের জায়গাটা পরিষ্কার রাখি।

এরাজ্যে চলছে নির্মল বাংলা। স্বচ্ছ ভারত অভিযানে স্বচ্ছ ভারত অভিযানে চারপাশটা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বার্তা দিয়েছেন নরেন্দ্র মোদী। একইসঙ্গে দেশে শৌচালয় নির্মাণের প্রকল্পও হাতে নেয় সরকার। চলতি বছর ২ অক্টোবর নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন, উন্মুক্ত শৌচ থেকে মুক্তি পেয়েছে ভারত।

আরও পড়ুন- 'স্বাস্থ্যই সম্পদ!' আয়ুর্বেদ দিবসে বার্তা দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়

.