Bengal By-Election: বাংলার ৬ কেন্দ্রে জমজমাট শেষ রবিবাসরীয় প্রচার

Bengal By-Election: সকাল থেকেই প্রচারে ব্যস্ত মেদিনীপুর বিধানসভার উপনির্বাচনের বামফ্রন্ট মনোনীত সিপিআই প্রার্থী মনিকুন্তল খামরুই। বাম কর্মীদের সঙ্গে নিয়ে মেদনীপুরের বিভিন্ন দোকানে দোকানে লিফলেট বিলি করে ভোট প্রার্থনা করলেন। তিনি আশাবাদী এবারে ভোটে বামফ্রন্টের ভালো ফল হবে।  

Updated By: Nov 10, 2024, 07:53 PM IST
Bengal By-Election: বাংলার ৬ কেন্দ্রে জমজমাট শেষ রবিবাসরীয় প্রচার

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রবিবাসরীয় প্রচারে সাত সকালে বাঁকুড়া তালডাংরা বিধানসভার গৌড় বাজার এলাকায় বিভিন্ন গ্রাম ঘুরে প্রচার সারলেন তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহ বাবু। সাত সকালে এলাকার একটি মন্দিরে ঢাক বাজিয়ে পুজো দিয়ে কর্মীদের সাথে নিয়ে প্রচার সারলেন তিনি। একই সঙ্গে জমজমাট প্রচারে তালডাংরা বিধানসভার উপনির্বাচনের প্রার্থীরা। রবিবার সকালে তালডাংরা বিধানসভার সিমলাপাল নদীঘাটে দলীয় কর্মীদের নিয়ে পায়ে হেটে প্রচার করলেন সিপিএম প্রার্থী দেবকান্তি মহান্তি। 

আরও পড়ুন: Chandannagar: পোষ্যকে নিয়ে পুজো মন্ডপে ঢোকায় ভর্ৎসনা! বাড়ি ফিরে চরম পদক্ষেপ যুবতীর...

এদিন সকাল থেকে দলীয় প্রতীক ও বেলুন দিয়ে সাজানো হুডখোলা গাড়িতে চেপে বিভিন্ন গ্রামে ঘুরে প্রচার চলে। সিমলাপাল নদীঘাট থেকে দলীয় কর্মীদের নিয়ে পায়ে হেটে সিমলাপাল বাজারে প্রচার করেন প্রার্থী। পথচলতি মানুষ থেকে স্থানীয় মানুষের উদ্দেশ্যে চাইলেন আশীর্বাদ। আশাবাদী সিপিএম প্রার্থী দেবকান্তী মহান্তি।

মাদারীহাট বিধানসভার উপনির্বাচনের শেষ রবিবারে বাড়ি বাড়ি প্রচারে ব্যস্ত বিজেপির প্রার্থী রাহুল লোহার। মাদারীহাটের শিশুবাড়ি বাজার ও এলাকার বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারছেন তিনি। জয়ের ব্যাপারে একশো শতাংশ আশাবাদি তিনি। মাদারীহাট ভোট প্রচারে বানারহাট ব্লকের বিননাগুড়ি জিপির হলদিবাড়ি চা বাগানে ইউসুফ পাঠান। সাথে শিলিগুড়ির মেয়র গৌতম দেব ও জলপাইগুড়ি তৃণমূল জেলা সভাপতি মহুয়া গোপ।

আরও পড়ুন: Sainthia Blast: প্রবল বিস্ফোরণে কেঁপে উঠল সিভিক ভল্যান্টিয়ারের বাড়ি, ছিন্নভিন্ন প্রতিবেশী যুবকের দেহ

সকাল থেকেই জোর কদমে প্রচারে ছিলেন মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনের তৃণমূল প্রার্থী সুজয় হাজরা। খড়গপুর গ্রামীণের বিধায়ক তথা মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান দিনেন রায়কে সঙ্গে নিয়ে তিনি শালবনির কর্ণগড় এলাকায় শৌলা গ্রামে প্রচার করেন। কোথাও বাজারের মধ্যে গিয়ে প্রচার করেন তো আবার কোথাও ছোট ছোট গ্রাম্য পথসভার মধ্য দিয়ে এদিন তিনি প্রচার করেন। সুজয় জানিয়েছেন সকাল বেলা শালবনীর দিকটা করার পর বিকেলের পর থেকে মেদিনীপুর শহরে তিনি প্রচার করবেন।

সকাল থেকেই প্রচারে ব্যস্ত মেদিনীপুর বিধানসভার উপনির্বাচনের বামফ্রন্ট মনোনীত সিপিআই প্রার্থী মনিকুন্তল খামরুই। বাম কর্মীদের সঙ্গে নিয়ে মেদনীপুরের বিভিন্ন দোকানে দোকানে লিফলেট বিলি করে ভোট প্রার্থনা করলেন। তিনি আশাবাদী এবারে ভোটে বামফ্রন্টের ভালো ফল হবে।

আরও পড়ুন: Becharam Manna | R G Kar Incident: 'আরজি কর-কাণ্ডে উত্‍সব বয়কট করে পুজোয় চিকেন ললিপপ খাচ্ছে...' বিস্ফোরক বেচারাম মান্না... 

মেদিনীপুর বিধানসভার উপ নির্বাচনে কংগ্রেস প্রার্থী শ্যামল ঘোষ রবিবাসরীয় প্রচার করলেন শালবনির গবরু, চৈতা সহ বিভিন্ন গ্রামে। এদিন নির্বাচনী প্রচারে সঙ্গে ছিলেন  কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা। কখনো হুড খোলা জিপে কখনো পায়ে হেঁটে মানুষের সঙ্গে জনসম্পর্ক সারলেন কংগ্রেস প্রার্থী।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.