Chandannagar: পোষ্যকে নিয়ে পুজো মন্ডপে ঢোকায় ভর্ৎসনা! বাড়ি ফিরে চরম পদক্ষেপ যুবতীর...

Jagadhatri Puja 2024: যুবতীর বাবা সুমন দত্তর অভিযোগ, ষষ্ঠীর দিন তাদের দুটি পোষ্য কুকুর নিয়ে মেয়ে আর মা পুজোর মন্দিরে গিয়েছিলেন। ছোট কুকুরটি কোলে নিয়ে ভিতরে গিয়েছিল মেয়ে। বড় পোষ্যকে নিয়ে বাইরে মা দাঁড়িয়েছিলেন।কমিটির এক প্রবীন সদস্য তাকে কুকুর নিয়ে মন্দিরে ঢোকায় ভর্ৎসনা করে। এরপর...

Updated By: Nov 10, 2024, 07:21 PM IST
Chandannagar: পোষ্যকে নিয়ে পুজো মন্ডপে ঢোকায় ভর্ৎসনা! বাড়ি ফিরে চরম পদক্ষেপ যুবতীর...

বিধান সরকার: গোটা চন্দননগর মেতে জগদ্ধাত্রীর পুজোর উত্‍সবে। এরইমাঝে ঘটে গেল দুর্ঘটনা। ফটকগোড়া জগদ্ধাত্রী পুজো কমিটির সদস্য যুবতীর নাম সুশ্রিকা দত্ত(২৩)। ফটকগোড়া নন্দঘোষ লেনে তাঁর বাড়ি। যুবতীর বাবা সুমন দত্তর অভিযোগ, ষষ্ঠীর দিন তাদের দুটি পোষ্য কুকুর নিয়ে মেয়ে আর মা পুজোর মন্দিরে গিয়েছিলেন। ছোট কুকুরটি কোলে নিয়ে ভিতরে গিয়েছিল মেয়ে। বড় পোষ্যকে নিয়ে বাইরে মা দাঁড়িয়েছিলেন।কমিটির এক প্রবীন সদস্য তাকে কুকুর নিয়ে মন্দিরে ঢোকায় ভর্ৎসনা করে। এরপর মেয়ে বাড়ি চলে আসে।

আরও পড়ুন- Becharam Manna | R G Kar Incident: 'আরজি কর-কাণ্ডে উত্‍সব বয়কট করে পুজোয় চিকেন ললিপপ খাচ্ছে...' বিস্ফোরক বেচারাম মান্না...

বাড়ি ফিরে যুবতী ফেসবুকে এই ঘটনা লেখেন। তারপরই নানা কটুক্তি করা হয় তাঁকে। ফটকগোড়া পুজো কমিটিও একটি পোস্ট করে জবাব দেয়। চাপে পরে পোস্ট ডিলিট করে দেন যুবতী। পরে আরও একটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন সব মিটে গেছে। ভুল বোঝাবুঝি হয়েছিল তার জন্য ক্ষমা চেয়ে নেন বারোয়ারী পুজো কমিটির সবার কাছে।

যুবতী ওই বারোয়ারী পুজো কমিটির সদস্য ছিলেন। যুবতীর বাবার অভিযোগ কমিটি থেকে ফোন করেও নানা কথা বলা হয়। অবসাদগ্রস্ত হয়ে পড়ে মেয়ে। গতকাল রাতে মা বাবা ঠাকুর দেখতে বেরিয়ে গেলে ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন যুবতী। আজ তাঁর ময়না তদন্ত হয় চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে। চন্দননগর থানা অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে।

আরও পড়ুন- Mallika Sarabhai: দ্রৌপদীর বস্ত্রহরণ থেকে ভীমের দুর্যোধন বধ! 'নৃত্যগাথা'-য় চাঁদের হাট!...

ফটকগোড়া পুজো কমিটির সম্পাদক বিপ্লব দাস বলেন, 'খুবই মর্মাহত আমরা এই ঘটনায়।ওর বাবা যে অভিযোগ করছেন সেটা হয়ত ঘটনার আকস্মিকতায়। পুজো এই ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত নয়। সেদিনকার ঘটনাটা খুব সামান্য একটা ঘটনা। ষষ্ঠীর রাত ছিল খুব ভিড় ছিল। কুকুর নিয়ে প্রবেশ করেছিলেন। অনেক দর্শনার্থী সরাসরি পুজো কমিটির দিকে আঙুল তুলেছিল। তখন অনুরোধ করা হয় কুকুর নিয়ে বেরিয়ে যান। ব্যক্তিগতভাবে সোশ্যাল মিডিয়ায় কে কী পোস্ট করেছে সে বিষয়ে পুজো কমিটির কিছু জানে না। কেউ কিছু মন্তব্য করে থাকলে তার দায়িত্ব পুজো কমিটির নয়'।

আপনি কি অবসাদগ্রস্ত? বিষণ্ণ? চরম কোনও সিদ্ধান্ত নেবেন না। আপনার হাত ধরতে তৈরি অনেকেই। কথা বলুন প্লিজ... 
iCALL (সোম-শনি, ১০টা থেকে ৮টা) ৯১৫২৯৮৭৮২১
কলকাতা পুলিস হেল্পলাইন (সকাল ১০টা-রাত ১০টা, ৩৬৫ দিন) ৯০৮৮০৩০৩০৩, ০৩৩-৪০৪৪৭৪৩৭

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.