গান স্যালুটে শেষ শ্রদ্ধা, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন বড়মার অন্ত্যেষ্টি

এদিন বড়মার অন্ত্যেষ্টি ঘিরে সকালে মাথাচাড়া দেয় বিতর্ক। শান্তনু ঠাকুর দাবি করেন, মতুয়াদের ধর্মীয় রীতি মানছে না সরকার।

Updated By: Mar 7, 2019, 05:17 PM IST
গান স্যালুটে শেষ শ্রদ্ধা, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন বড়মার অন্ত্যেষ্টি

নিজস্ব প্রতিবেদন : দুদিনের টানাপোড়েনের ইতি। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হল বীণাপাণি দেবীর অন্ত্যেষ্টিক্রিয়া। বড়মাকে শেষ শ্রদ্ধা জানাতে ঠাকুরবাড়িতে ভেঙে পড়ল ভক্তের ঢল।

শেষ হল একটা অধ্যায়। শেষ হল একটা যুগ। পঞ্চভূতে বিলীন হলেন বড়মা। বুধবারই বীণাপাণি দেবীর দেহ নিয়ে  ঠাকুরবাড়ি পৌছয় কনভয়। রাতভর বড়মার দেহ শায়িত ছিল নাটমন্দিরে। ভোরের আলো ফোটার আগে অগণিত ভক্ত ভিড় জমান ঠাকুরবাড়িতে। সকলেই চান একটিবারের মতো বড়মাকে দেখতে, শেষ শ্রদ্ধা জানাতে। কেউ কাঁদছেন, কেউ হারিয়েছেন কথা, কারোরই চোখের জল বাঁধ মানছে না।

ঘড়িতে সাড়ে ১০টা। নাটমন্দির থেকে নামানো হয় বড়মার দেহ। কাঁচবন্দি গাড়ি রওনা দেয় খ্রিস্টান পাড়ার দিকে। সেখান থেকে গাঁথিমোড়-দুর্গামোড় ঘুরে প্রমথরঞ্জন ঠাকুরের মূর্তিতে পৌঁছয় শোভাযাত্রা। একটু একটু করে এগোয় মিছিল। আর বড়মাকে ঘিরে বেড়ে চলে ভক্তের ঢল। এরপর ঠাকুরনগর স্টেশনের পাশের রাস্তা দিয়ে ঘুরে ফের ঠাকুরবাড়িতেই ফেরে বড়মার দেহ। ঘড়ির কাঁটা তখন ২টো ছুঁইছুঁই।

আরও পড়ুন, রিভিউ পিটিশন খারিজ, ডিএ মামলায় হাইকোর্টে ফের বড় জয় রাজ্য সরকারি কর্মীদের

স্বামী প্রমথরঞ্জন ঠাকুরের পাশেই বড়মার অন্তেষ্ট্যির আয়োজন করা হয়েছিল। সকাল থেকেই সেখানে চলছিল নামগান, স্তোস্ত্রপাঠ। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বড়মার শেষকৃত্য সম্পন্ন হবে। আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইমতো সব ব্যবস্থা পাকা ছিল। প্রস্তুত ছিল পুলিসও। দুপুর ৩টে, প্রমথরঞ্জনের সমাধিস্থলের কাছেই গান স্যালুটে শেষ শ্রদ্ধা জানানো হয় বড়মাকে। মতুয়া সম্প্রদায়ের রীতি মেনে মুখাগ্নি নয়। যজ্ঞের আগুনে অন্ত্যেষ্টি সম্পন্ন হয় বড়মার।

(বড়মাকে গান স্যালুট)

দাঁড়ি পড়ল মতুয়া আন্দোলনের একটি অধ্যায়ে। অতীতের পাতায় ঠাঁই নিলেন বীণাপাণি দেবী। তবে এদিন বড়মার অন্ত্যেষ্টি ঘিরে সকালে মাথাচাড়া দেয় বিতর্ক। মৌন মিছিল শুরুর মুখে বিক্ষোভ দেখান বেশ কয়েকজন ভক্ত। সংবাদমাধ্যমের কাছে শান্তনু ঠাকুর দাবি করেন, মতুয়াদের ধর্মীয় রীতি মানছে না সরকার। আর সেকারণেই বিক্ষোভ দেখাচ্ছেন ভক্তরা।

.