প্রচারের শেষ দিনে ঝড় তুলল সব দল, সোমবার ভোটগ্রহণ ৩ কেন্দ্রের উপনির্বাচনে

করিমপুর: শেষ প্রচার সারলেন বাম-কংগ্রেস, বিজেপি ও তৃণমূল প্রার্থীরা। রীতিমত উত্সবের মেজাজে প্রচারে অংশ নেন সব রাজনৈতিক দলের কর্মীরা

Updated By: Nov 24, 2019, 06:28 AM IST
প্রচারের শেষ দিনে ঝড় তুলল সব দল, সোমবার ভোটগ্রহণ ৩ কেন্দ্রের উপনির্বাচনে
ছবি-টুইটার

নিজস্ব প্রতিবেদন: সোমবার তিন কেন্দ্রের উপনির্বাচন। শেষ দিনের প্রচারে ঝড় তুলল সব রাজনৈতিক দল। প্রার্থীদের সমর্থনে পথে নামলেন বিভিন্ন দলের হেভিওয়েটরা। খড়গপুর, করিমপুর, কালিয়াগঞ্জ। তিন কেন্দ্রেই উপনির্বাচন ২৫ নভেম্বর। শনিবারই ছিল প্রচারের শেষ দিন।

খড়গপুর: দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। বড়বাতি থেকে ইন্দা কমলা কেবিন পর্যন্ত মিছিলে হাঁটেন তিনি। শেষ প্রচারে ছিল চোখে পড়ার মত ভিড়। অন্যদিকে শহরের পাচবেড়িয়া, ইদগা, কাজি মহল্লায় মিছিলে অংশ নেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। জোরকদমে প্রচারে নামেন বিজেপি প্রার্থী প্রেমচাদ ঝা। তাঁর সমর্থনে রোড শো করেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। প্রচার সারেন বাম-কংগ্রেস জোটপ্রার্থীও।

আরও পড়ুন- বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে চলছে প্রতিবাদ, বেলুড় রামকৃষ্ণ মিশনের সংস্কৃত বিভাগে নিয়োগ পেলেন মুসলিম অধ্যাপক 

করিমপুর: শেষ প্রচার সারলেন বাম-কংগ্রেস, বিজেপি ও তৃণমূল প্রার্থীরা। রীতিমত উত্সবের মেজাজে প্রচারে অংশ নেন সব রাজনৈতিক দলের কর্মীরা। প্রার্থীর সমর্থনে প্রচারে অংশ নেন তৃণমূল সাংসদ আবু তাহের। বিজেপি প্রার্থীর সমর্থনে শেষপ্রচারে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়।

কালিয়াগঞ্জ: শেষপ্রচারে জমজমাট কালিয়াগঞ্জও। ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের র্যালি নিয়ে শাসক-বিরোধী টানাপোড়েন চলে। শেষপর্যন্ত অবশ্য মিছিলে অংশ নেন বিপ্লব দেব। জনতার বাঁধভাঙা উচ্ছাসের কারণেই অনুমতিবিহীন র্যালিতে অংশ নেওয়া। বলেন বিপ্লব দেব।

.