এক বছরের মধ্যেই তৈরি হবে লাঘাটা সেতু, লাভপুরে ঘোষণা ফিরহাদ হাকিমের

Updated By: Jul 28, 2017, 11:18 PM IST
এক বছরের মধ্যেই তৈরি হবে লাঘাটা সেতু, লাভপুরে ঘোষণা ফিরহাদ হাকিমের

ওয়েব ডেস্ক: এক বছরের মধ্যেই লাঘাটা সেতু তৈরি করে দেওয়া হবে। লাভপুর গিয়ে জানালেন নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। একই সঙ্গে রাজ্যে বিভিন্ন এলাকায় জল যন্ত্রনার জন্য ডিভিসকে দায়ী করেন তিনি।

জল নামছে। পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।  দুর্গতদের পৌছে দেওয়া হয়েছে ত্রাণ। শুক্রবার এলাকা পরিদর্শণে লাভপুর যান নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। লাভপুরের ভেঙে যাওয়া লাঘাটা সেতু খুব দ্রুত নির্মাণ করা হবে বলে জানান মন্ত্রী। লাঘাটা সেতুর পরিদর্শণের পর মন্ত্রী যান কুঁয়ে নদীর জলে বিধ্বস্ত থিবা অঞ্চল। জানান প্রশাসনিক স্তরে সবরকম সাহায্য করা হচ্ছে। একই সঙ্গে ডিভিসির সমালোচনা করেন মন্ত্রী। ফিরহাদ হাকিমের সঙ্গে এলাকা পরিদর্শনে ছিলেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। (আরও পড়ুন- ঘাটালে বন্যা দুর্গতদের উদ্ধারে বায়ুসেনা, টানটান অপারেশন)

.