করোনা আক্রান্ত কলকাতা পুলিসের কনস্টেবলের মৃত্যু, উদ্বিগ্ন লালবাজার

তিনি শেক্সপিয়র সরণী থানায় কর্মরত ছিলেন । ডিসি সাউথের অফিসেও কাজ করতেন ।

Reported By: সুকান্ত মুখোপাধ্যায় | Updated By: Jun 7, 2020, 11:01 AM IST
করোনা আক্রান্ত কলকাতা পুলিসের কনস্টেবলের মৃত্যু, উদ্বিগ্ন লালবাজার

নিজস্ব প্রতিবেদন:  করোনায় মৃত্যু হল কলকাতা পুলিসের এক কনস্টেবলের। মৃতের নাম এস ঝাঁ ঝাঁ(৩৮) । তিনি শেক্সপিয়র সরণী থানায় কর্মরত ছিলেন । ডিসি সাউথের অফিসেও কাজ করতেন ।
জানা গিয়েছে, মৃত কনস্টেবলের বাড়ি শিলিগুড়ির ফাঁসিদেওয়া এলাকায় ।  স্ত্রীর অসুস্থ হওয়ার খবর পাওয়া গত ২৮ মে তিনি শিলিগুড়ি যান, সেখান থেকে ১ জুন কলকাতায় ফেরেন । সেদিনই তাঁর শরীরের নমুনা নিয়ে পরীক্ষা করা হয়। তারপরের দিন অর্থাত্ ২ জন তাঁর জ্বর আসে । কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁকে ভর্তি করা হয় । এরপরই মৃত্যু হয় তাঁর ।  শনিবার তাঁর রিপোর্টও পজেটিভ আসে ।
চিকিত্সক, স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি কলকাতা পুলিস একেবারে সামনের সারিয়ে দাঁড়িয়ে করোনার বিরুদ্ধে লড়াই করছে। অনেক পুলিস কর্মীই করোনা আক্রান্ত হওয়ার খবর মিলছে।

আরও পড়ুন: আনলক1: কলকাতা পুরসভায় ৩ সার্কুলের ত্রিফলায় ক্ষুব্ধ কর্মীমহল
এই নিয়ে উদ্বিগ্ন লালবাজারও। যাতে কর্মীদের মনোবল না ভেঙে পড়ে, তার জন্য 'মোরাল বুস্টিং'ও করছেন কর্মকর্তারা। তবে বিষয়টি  নিয়ে চিন্তিত নবান্নও। 

.