Municipal Election 2022: কাঁথির পুরভোট বাতিল ও পুনর্নির্বাচনের দাবি বিজেপির, মামলা গ্রহণ হাইকোর্টের

কাঁথি পুরসভার (Contai Municipality) নির্বাচনে ভোট লুঠের অভিযোগ তোলেন কাঁথির সাংসদ শিশির অধিকারী।

Updated By: Feb 28, 2022, 01:56 PM IST
Municipal Election 2022: কাঁথির পুরভোট বাতিল ও পুনর্নির্বাচনের দাবি বিজেপির, মামলা গ্রহণ হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদন : বিজেপির কাঁথির পুরভোট (Municipal Election 2022) বাতিল ও পুনর্নির্বাচনের আবেদন গ্রহণ করল কলকাতা হাইকোর্ট (Kolkata High Court)। রবিবার পুর নির্বাচনে কাঁথিতে ভোট লুঠের অভিযোগ করেছে বিজেপি (BJP)। গেরুয়া শিবিরের অভিযোগ, ভোট লুঠ করেছে শাসকদল। সন্ত্রাস করে মানুষকে কাঁথিতে ভোট দিতে দেওয়া হয়নি। তাই কাঁথির পুরভোট (Contai Municipality) বাতিলের দাবি নিয়ে আদালতের দ্বারস্থ হয় বিজেপি। অভিযোগ-আবেদনের প্রেক্ষিতে মামলা দায়ের অনুমতি দিলেন হাইকোর্টের প্রধান বিচারপতি। 

পাশাপাশি, বিজেপি (BJP) দলীয় সূত্রে খবর, কাঁথির মত রাজ্যের সব পুরসভার ভোটে 'সন্ত্রাস' নিয়েই কি আইনি পদক্ষেপ নেওয়া হবে? সেক্ষেত্রে কী আইনি পদক্ষেপ নেওয়া হবে? তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছে বিজেপি। প্রসঙ্গত, গতকালই কাঁথি পুরসভার (Contai Municipality) নির্বাচনে ভোট লুঠের অভিযোগ তোলেন কাঁথির সাংসদ শিশির অধিকারী। শুধু তাই নয়, নন্দীগ্রামে হারের পর কাঁথি পুরসভা, কাঁথি কলেজ ও কাঁথি সমবায় সমিতিকে নিশানা করেছে প্রশাসন। উদ্দেশ্য একটাই মুখ্যমন্ত্রীকে সন্তুষ্ট করা। রবিবার কাঁথি কলেজে ভোট (Municipal Election 2022) দিয়ে বেরিয়ে এসে এভাবেই রাজ্য সরকারকে বিঁধেছিলেন তৃণমূল সাংসদ। তিনি বলেন,  'দুর্দান্ত' ভোট হচ্ছে। সৌমেন্দুকে আটকে দেওয়া হয়েছে। কারণ তাকে দেখলে মানুষ তাকেই ভোট দেবে। 

অন্যদিকে, রবিবার বিকালে কাঁথির পদ্মপুখুরিয়ায় বিজেপি (BJP) কর্মীদের রাস্তা অবরোধে সামিল হয়ে ভোট বাতিলের দাবি তোলেন শুভেন্দু অধিকারীও (Suvendu Adhikari)। বিরোধী দলনেতা তোপ দাগেন, "ভোট লুঠ করিয়েছে পুলিস।" ভোট বাতিলের পক্ষে সওয়াল করেন তিনি। একসঙ্গে হুঁশিয়ারি দেন, "লোকসভা ভোটে বদলা নেব। গুনে গুনে বদলা নেব।"

আরও পড়ুন, পড়ুয়া বিক্ষোভে ফের উত্তাল বিশ্বভারতী, তালা ঝোলানো হল অধিকাংশ ভবনের গেটে

BJP Bandh Live Updates : নন্দীগ্রামে বিজেপির বনধকে ঘিরে উত্তেজনা, পুলিসের সঙ্গে ধস্তাধস্তি

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.