Cyclone Gulab: ভারী বৃষ্টির পূর্বাভাস, রাজ্যের সরকারি কর্মীদের ছুটি বাতিল নবান্নের

শনিবার রাত ১২টা থেকে শুরু সর্বক্ষণের কন্ট্রোল রুম।

Updated By: Sep 25, 2021, 05:13 PM IST
Cyclone Gulab: ভারী বৃষ্টির পূর্বাভাস, রাজ্যের সরকারি কর্মীদের ছুটি বাতিল নবান্নের
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: করোনার পর এ বার সুপার সাইক্লোনের আতঙ্ক। এমনিতেই ১৯ সেপ্টেম্বর থেকে একটানা বৃষ্টিতে নাজেহাল শহরবাসী। এই অবস্থায় ফের বৃষ্টিপাতের আশঙ্কা শুনে প্রস্তুতি নিয়ে শুরু করেছে লালবাজার। শনিবার রাত ১২টা থেকে শুরু সর্বক্ষণের কন্ট্রোল রুম। পুলিসের পাশাপাশি থাকছে দমকল, কেএমসি, পিডব্লুডি। 

ভারী বৃ্ষ্টিপাতের পূর্বাভাস আগেই দিয়েছে হাওয়া অফিস। তারপরেই ৫ অক্টোবর পর্যন্ত রাজ্য সরকারী কর্মচারীদের সমস্ত ছুটি বাতিল করেছে নবান্ন। শনিবার এমনই নির্দেশিকা জারি করা হয়েছে মুখ্যসচিবের তরফে। নবান্ন সূত্রে খবর, রাজ্যের পরিস্থিতি বিচার করেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে উপকূলবর্তী এলাকায় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ১৫টি দলকে মোতায়েন করা হয়েছে। কলকাতায় রয়েছে ৪ টি দল।

আরও পড়ুন, Cyclone Gulab: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'গুলাব', বিপদ এড়াতে কী কী সতর্কতা নেবেন জানুন

'ইয়াস' এর প্রভাব এখনও বহু মানুষ কাটিয়ে উঠতে পারেনি। সাইক্লোন 'গুলাব' আছড়ে পড়তে চলেছে আগামীকাল। ইতিমধ্যেই উপকূলে সতর্কতা জারি করা হয়েছে। মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে বিপর্যয় মোকাবিলা বিভাগের তরফ থেকে। হাওয়া অফিস সূত্রে খবর, গোপালপুরের কাছে কলিঙ্গপত্তনমে রবিবার বিকেল ৩টে থেকে ৫টার মধ্য়ে আছড়ে পড়বে ওই সাইক্লোন। অভিমুখ হবে অন্ধ্র-ওড়িশা উপকূল।

শনিবার দুপুরের পর তা ওড়িশা উপকূলের কাছাকাছি আসবে। প্রায় সমান্তরাল একটি ঘূর্ণাবর্ত আগামিকাল উত্তর বঙ্গোপসাগরের দিকে যাবে। এই দুইয়ের যোগফলে রবিবার থেকে দক্ষিণবঙ্গে ফের বৃষ্টি শুরু হবে।  অন্যদিকে, তৎপর কলকাতা পুরসভা (KMC)। ইতিমধ্যেই সমস্ত পাম্পিং স্টেশনকে নির্দেশ দেওয়া হচ্ছে সতর্ক থাকার জন্য। ভারী বৃষ্টির শুরু হলেই যেন ৭৬ পাম্পিং স্টেশনের সমস্ত পাম্প চালানো হয়।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.