Khardah: BJP নেতা সায়ন্তন বসুকে ঘিরে তৃণমূলের বিক্ষোভ-ধস্তাধস্তি, তুমুল উত্তেজনা

ধস্তাধস্তি-গো ব্যাক স্লোগান। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ।  

Updated By: Aug 10, 2021, 01:53 PM IST
Khardah: BJP নেতা সায়ন্তন বসুকে ঘিরে তৃণমূলের বিক্ষোভ-ধস্তাধস্তি, তুমুল উত্তেজনা

নিজস্ব প্রতিবেদন: খড়দহে বিজেপি নেতা সায়ন্তন বসুকে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মালা দিতে বাধা দেওয়ার অভিযোগ। খড়দহের ফেরিঘাট এলাকায় বিজেপি নেতা পৌঁছলে, তৃণমূল কর্মীরা বিক্ষোভ দেখান বলে অভিযোগ। সায়ন্তন বসুর উদ্দেশে কালো পতাকা দেখানো হয়। তাঁকে ঘিরে 'গো ব্যাক' স্লোগান দেওয়া হয়। দু'পক্ষের মধ্যে ধস্তাধস্তিও হয়। রবীন্দ্রনাথের মূর্তি ঘিরে রাখেন তৃণমূল কর্মীরা। অবশেষে মালা না দিয়ে ফিরে আসেন বিজেপি নেতা।

জানা গিয়েছে, মঙ্গলবার সকালে খড়দহের ফেরিঘাট এলাকায় সায়ন্তন বসু পৌঁছলে তার গাড়ি ঘিরে ফেলেন স্থানীয় তৃণমূল নেতা-কর্মীরা। তাঁর গাড়ি ঘিরে 'গো ব্যাক' স্লোগান দিতে থাকেন। তাঁকে কালো পতাকা দেখানো হয়। এরপর গাড়ি থেকে নেমে সায়ন্তন বসু রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মালা দিতে গেলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, বিজেপি নেতার পথ আটকান তৃণমূল নেতা-কর্মীরা। রবীন্দ্রনাথের মূর্তি ঘিরে রাখেন। তৃণমূল কর্মীদের বিরুদ্ধে সায়ন্তন বসুকে ধাক্কা দেওয়ারও অভিযোগ ওঠে। দু'পক্ষই বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে।

আরও পড়ুন: মাস্টার প্ল্যান ছাড়া ঘাটালকে বাঁচানো সম্ভব নয়, কেন্দ্রে প্রতিনিধি দল পাঠাব: Mamata

আরও পড়ুন: পরিকল্পিত বন্যা, মাস্টার প্ল্যান করছে না কেন্দ্র: Mamata

তৃণণূল কর্মীদের অভিযোগ, ২২ শ্রাবণ চলে যাওয়ার পর রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানাতে এসেছে বিজেপি নেতা, এটা কবির অপমান। একইসঙ্গে সায়ন্তন বসুর বিরুদ্ধে ঝামেলা পাকানোরও অভিযোগ করেছেন তাঁরা। অন্যদিকে তৃণমূলের বিরুদ্ধে সরব বিজেপিও। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে রবীন্দ্রনাথের গলায় মালা না দিয়েই ফিরে আসেন সায়ন্তন বসু।   

.