খাগড়াগড় বিস্ফোরণকাণ্ডে মূল অভিযুক্ত কওসর গ্রেফতার

গত জুলাইয়ের ৮ তারিখ খাগড়াগড় বিস্ফোরণকাণ্ডে আরও এক অভিযুক্ত সোহেল মেহফুজ ওরফে হাতকাটা নাসিরুল্লাকে গ্রেফতার করেন তদন্তকারীরা

Updated By: Aug 7, 2018, 02:32 PM IST
খাগড়াগড় বিস্ফোরণকাণ্ডে মূল অভিযুক্ত কওসর গ্রেফতার

নিজস্ব প্রতিবেদন:  খাগড়াগড় বিস্ফোরণকাণ্ডে মূল অভিযুক্ত কওসরকে গ্রেফতার করল এনআইএ। বেঙ্গালুরু স্টেশন তাকে গ্রেপতার করেন তদন্তকারীরা। খাগড়াগড়কাণ্ডে পলাতক কওসরকে ধরতে ১০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল এনআইএ। তাকে ৫ দিনের ট্রানজিট রিমান্ডে নেওয়া হয়েছে।কওসরের বাসস্থান থেকে কিছু ইলেকট্রনিক্স দ্রব্য ও কিছু বিস্ফোরকের নমুনা উদ্ধার হয়েছে।  

গত জুলাইয়ের ৮ তারিখ খাগড়াগড় বিস্ফোরণকাণ্ডে আরও এক অভিযুক্ত সোহেল মেহফুজ ওরফে হাতকাটা নাসিরুল্লাকে গ্রেফতার করেন তদন্তকারীরা। জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ এই জঙ্গিনেতার উপরেও ১০ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করেছিলেন।

আরও পড়ুন: পিছন থেকে শাড়ির আঁচলে টান, তাকাতেই মহিলার সঙ্গে বারাকপুরের কাউন্সিলর যা করলেন...

২০১৪ সালের ২ অক্টোবর বর্ধমানের খাগড়াগড়ে জঙ্গিদের একটি ডেরায় বিস্ফোরণ ঘটে। দু’জন মারা যায়। তদন্তে পশ্চিমবঙ্গ তথা ভারতে জামাতুল মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবি-এর বিশাল নেটওয়ার্কের কথা জানা যায়। ঘটনায় দুই জামাত নেতা কওসর ও সোহেল মেহফুজ ওরফে হাতকাটা নাসিরুল্লার নাম উঠে আসে। এ-পার বাংলার মাটিকে ব্যবহার করে ও-পার বাংলায় ধারাবাহিক নাশকতার প্রস্তুতি চলছিল বলে চার্জশিটে জানায় জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ।

 

.