বিশ্ববিদ্যালয়েও কন্যাশ্রী, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Updated By: Jul 28, 2017, 06:21 PM IST
বিশ্ববিদ্যালয়েও কন্যাশ্রী, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ওয়েব ডেস্ক: আরও এক ধাপ এগিয়ে এ বার বিশ্ববিদ্যালয়েও কন্যাশ্রী। রাষ্ট্রসঙ্ঘের সম্মানপ্রাপ্তির উদযাপন অনুষ্ঠানে ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্নাতকে ৪৫% নম্বর পেয়ে বিশ্ববিদ্যালয়ে যে সব মেয়েরা ভর্তি হবেন, তাঁদেরও কন্যাশ্রীর আওতায় আর্থিক সাহায্য দেবে সরকার। 

জন পরিষেবায় রাষ্ট্রসঙ্ঘের প্রথম পুরস্কার পেয়ে কন্যাশ্রী এখন বিশ্বশ্রী। ২৩ জুন রাষ্ট্রসঙ্ঘের পাবলিক সার্ভিস ফোরামে পুরস্কার গ্রহণের পরই মুখ্যমন্ত্রী জানান, কন্যাশ্রীদের নিয়ে এই সাফল্য উদযাপনের কথা। শুক্রবার, নেতাজি ইন্ডোরে হয়ে গেল সেই অনুষ্ঠান। আরও একটি বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। 

এ দিন কন্যাশ্রীর অনুষ্ঠানে নাম না করে বিজেপিকেও আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। কন্যাশ্রীদের নিয়ে রাজ্যজুড়ে অনুষ্ঠিত নানা প্রতিযোগিতার পুরস্কার এ দিন পড়ুয়াদের হাতে তুলে দেন মুখ্যমন্ত্রী। * সাত দিন সাত রঙের চাদর সরকারি হাসপাতালে

.