JMB Case: ধৃত জঙ্গিদের ২৮ তারিখ পর্যন্ত পুলিসি হেফাজতের নির্দেশ আদালতের

বুধবার বারাসাত থেকে আরও একজনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিসের এসটিএফ

Updated By: Jul 15, 2021, 03:39 PM IST
JMB Case: ধৃত জঙ্গিদের ২৮ তারিখ পর্যন্ত পুলিসি হেফাজতের নির্দেশ আদালতের

নিজস্ব প্রতিবেদন: জেএমবি কাণ্ডে এবার ধৃতদের জুলাইয়ের ২৮ তারিখ পর্যন্ত পুলিসি হেফাজতের নির্দেশ দিল ব্যাঙ্কশাল আদালত। হরিদেবপুর থেকে ধৃত ঐ তিন জেএমবি জঙ্গিদের বৃহস্পতিবারই  জেরা শুরু করে NIA। লালবাজারে ধৃতদের জেরা করছে সেন্ট্রাল IB-র সন্ত্রাসদমন শাখাও। পুলিস সূত্রে খবর, ধৃত নাজিউর আনসারুল্লর কাছ থেকে মিলেছে কিছু কোড। 

সূত্রের খবর, ধৃত নাজিউরকে জেরা করে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন তদন্তকারীরা। কেবল মাত্র JMB নয়, একাধিক জঙ্গি সংগঠনের সঙ্গে নাজিউরের যোগ পাওয়া গিয়েছে। সেজন্যই কলকাতায় NIA-র অফিস থাকা সত্ত্বেও দিল্লি থেকে ১৫-১৬ জনের দল এসে ধৃত তিন জঙ্গিকে জেরা করছে।  

আরও পড়ুন: Sanitizer জোগানের নামে লক্ষ লক্ষ টাকার প্রতারণা, গ্রেফতার আরও ১

প্রসঙ্গত, JMB কাণ্ডে বুধবার বারাসাত থেকে আরও একজনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিসের এসটিএফ। মূলত JMB জঙ্গিদের মধ্যে লিঙ্কম্যান হিসেবে কাজ করত ধৃত ব্যক্তি। ধৃতের নাম রাহুল সেন ওরফে রাহুল কুমার।  

আরও পড়ুন: জয়েন্টের দিন রাস্তায় যেন পর্যাপ্ত বাস চলে, রাজ্যকে অনুরোধ উচ্চ শিক্ষা দফতরের

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.