ঝাড়গ্রামের বিভিন্ন অঞ্চল বর্ষণপ্লাবিত, বিচ্ছিন্ন যোগাযোগ
বিভিন্ন জলাধার থেকে জল ছাড়া হলে সুবর্ণরেখায় বন্যা দেখা দিতে পারে।
নিজস্ব প্রতিবেদন: একটানা চলতে থাকা প্রবল বর্ষণের জেরে এই মুহূর্তে ঝাড়গ্রাম জেলা সদর থেকে বেশ কয়েকটি জায়গা সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।
ডুলুং নদীতে জল বেড়ে যাওয়ায় ঝাড়গ্রাম (Jhargram) জেলা সদরের সঙ্গে চিল্কিগড় (Chilkigarh), জামবনির যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে রয়েছে গত দু'দিন ধরে। অন্যদিকে বড়ামারা ব্রিজের উপর জল উঠে যাওয়ায় গোয়ালমারা, মহাপাল, পেটবিন্ধি, কালিঞ্জা, রগড়া-সহ একাধিক গ্ৰামের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন।
আরও পড়ুন: প্রায় শুঁড়ের নাগালে! বুনো হাতির কবল থেকে কোনোক্রমে বাঁচলেন মহিলা
মঙ্গলবার থেকে মুষলধারে বৃষ্টিপাতের জেরে জলসীমা বেড়েছে সুবর্ণরেখা নদীতে (Subarnarekha)। এর পর জল বাড়লে
গোপীবল্লভপুর (Gopiballavpur) ১ ব্লকের আলমপুর, জেনাঘাঁটি-সহ একাধিক গ্ৰামে জলে ঢুকে যাওয়ার আশঙ্কা।
গোপীবল্লভপুর ২ ব্লকের মানুষজনের আশঙ্কা, বিভিন্ন জলাধার থেকে জল ছাড়া হলে সুবর্ণরেখায় বন্যা দেখা দিতে পারে। আর তার জেরে নদতীরবর্তী চোরচিতা-সহ বাঁশঝড়া, ভামাল, হাতিপাতা ইত্যাদি গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন মানুষজন।
ওদিকে বেলপাহাড়ি (Belpahari) শিলদার মধ্য দিয়ে প্রবাহিত তারাফেনি নদীতেও জল বেড়েছে। এই মুহূর্তে এলাকার বর্ষা আরম্ভের প্রাকমুহূর্তে একটানা বৃষ্টির জেরে জলমগ্ন জেলার বিভিন্ন প্রান্ত। টানা বৃষ্টির জেরে বেশ কিছু মাটির বাড়ি ইতিমধ্যে ভেঙে পড়েছে। বিশেষত ডুলুং নদীর জল বেড়ে যাওয়ায় প্রতিবছর প্রবল বর্ষণ এবং বর্ষাকালে দীর্ঘসময় বিচ্ছিন্ন হয়ে পড়ে জামবনির একটি বড় অংশ।
(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)
আরও পড়ুন: বৃষ্টিবিঘ্নিত ঝাড়গ্রাম জেরবার হাতির উপদ্রবে