তিস্তায় ভেসে গেল বুলডোজার

ঘন কুয়াশায় তিস্তায় ভেসে গেল বুলডোজার। শনিবার জলপাইগুড়ির চ্যাংমারির ঘটনা। অন্য বুলডোজার দিয়ে টেনে টুনে ভেসে যাওয়া বুলডোজারটি তোলার চেষ্টা চলছে। ঘটনায় আহত হয়েছেন বুলডোজার চালক।  

Updated By: Jan 13, 2018, 06:58 PM IST
তিস্তায় ভেসে গেল বুলডোজার

নিজস্ব প্রতিবেদন: ঘন কুয়াশায় তিস্তায় ভেসে গেল বুলডোজার। শনিবার জলপাইগুড়ির চ্যাংমারির ঘটনা। অন্য বুলডোজার দিয়ে টেনে টুনে ভেসে যাওয়া বুলডোজারটি তোলার চেষ্টা চলছে। ঘটনায় আহত হয়েছেন বুলডোজার চালক।  

প্রত্যক্ষদর্শীদের বয়ানে, শনিবার কাকভোরে তখন ঘন কুয়াশা ছিল তিস্তার চরে। তার মধ্যেই বাঁধ তৈরির জন্য পাথর তুলছিল বুলডোজারটি। দৃশ্যমানতা কম থাকায় ভুলে নদীর প্রবাহের মধ্যে চলে যায় যানটি। সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে বয়ে যায় স্রোতে। অনেক চেষ্টাতেও যানটিকে ডাঙায় ফেরাতে পারেননি চালক। ঘটনায় সামান্য আহত হয়েছেন তিনি।

আরও পড়ুন - ভয় পেয়েই কি চুপ পুলিসমন্ত্রী? মমতাকে প্রশ্ন মুকুলের

দুর্ঘটনা ঘটেছে বুঝে প্রকল্পের ইঞ্জিনিয়ারদের খবর দেন স্থানীয়রা। তাঁরা এসে আহত চালককে উদ্ধার করেন। ঘটনাস্থলে অন্য একটি বুলডোজার এনে দুর্ঘটনাগ্রস্ত বুলডোজারটিকে উদ্ধার করার চেষ্টা চলছে। 

.