বিধ্বংসী আগুনে পুড়ে ছাই ভবানী পাঠকের মন্দির
বিধ্বংসী আগুনে পুড়ে গেল জলপাইগুড়ির ভবানী পাঠকের মন্দির। শুক্রবার রাতে জলপাইগুড়ির শিকারপুরে ওই মন্দিরে আগুন লাগে। প্রত্যন্ত এলাকায় দমকল পৌঁছনোর আগেই সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় ওই মন্দির।
নিজস্ব প্রতিবেদন: বিধ্বংসী আগুনে পুড়ে গেল জলপাইগুড়ির ভবানী পাঠকের মন্দির। শুক্রবার রাতে জলপাইগুড়ির শিকারপুরে ওই মন্দিরে আগুন লাগে। প্রত্যন্ত এলাকায় দমকল পৌঁছনোর আগেই সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় ওই মন্দির।
শেষ খবর পাওয়া পর্যন্ত দমকল আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। আগুন কী ভাবে লাগল তা জানা যায়নি। আগুন নেভানোর কাজে প্রথম হাত লাগান স্থানীয়রাই।
আরও পড়ুন - কালিম্পংয়ের পথে আগুনের গ্রাসে সরকারি বাস, অল্পের জন্য বাঁচলেন কর্মীরা
বঙ্কিমচন্দ্রের দেবী চৌধুরানি উপন্যাসের কেন্দ্রবিন্দু এই মন্দির। ব্রিটিশের নজর থেকে বাঁচতে এখানেই আত্মগোপন করে থাকতেন বিপ্লবীরা। শুক্রবার রাতে আগুন লাগল সেই মন্দিরেই। পুড়ে ছাই হয়ে গেল তিন শতকের পুরনো ইতিহাস।