ঘূর্ণাবর্তের জের; সপ্তাহ শেষে বৃষ্টির সম্ভাবনা
আবহাওয়া দফতর থেকে সাতদিনের এক পূর্বাভাসে জানানো হয়েছে, হালকা বৃষ্টি হতে পারে শুক্রবার। শনিবারও আকাশ থাকবে মেঘলা
Updated By: Feb 6, 2018, 12:07 PM IST
নিজস্ব প্রতিবেদন: শীত এক ধাক্কায় কমেছে অনেকটাই। রাতের দিকে ঠাণ্ডা লাগলেও দিনে রোদের তাপ বেশ জোরাল। রোজ সকালেই দেখা মিলছে ঘন কুয়াশার। এরকম অবস্থায় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর।
উত্তরবঙ্গে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। পাশাপাশি বঙ্গোপসাগরে তৈরি হয়েছে বিপরীত ঘূর্ণাবর্ত। এই দুই ঘূর্ণাবর্তের ফলে মেঘ ঢুকছে দক্ষিণবঙ্গের আকাশে। এর জেরেই সপ্তাহের শেষ দিকে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে আবহহাওয়া দফতর।
আরও পড়ুন-ঝুলন-স্মৃতিতে বিধ্বস্ত দক্ষিণ আফ্রিকা
আবহাওয়া দফতর থেকে সাতদিনের এক পূর্বাভাসে জানানো হয়েছে, হালকা বৃষ্টি হতে পারে শুক্রবার। শনিবারও আকাশ থাকবে মেঘলা।