ফের ভোগান্তি; আজ দক্ষিণবঙ্গের ৮ জেলায়, বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কলকাতায়
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, দুই বর্ধমান, বীরভূমে আজ হালকা বৃষ্টি হতে পারে
নিজস্ব প্রতিবেদন: সকাল থেকেই আকাশ মেঘলা। বেড়েছে তাপমাত্রা। বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের জেরে পূবালী হাওয়ায় ঢুকেছে জলীয় বাষ্প। এর জেরেই দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা। বৃহস্পতিবার থেকে কলকাতার আকাশও মেঘলা থাকবে।
আরও পড়ুন-একা কীভাবে দুধের শিশুকে খুন? অভিযুক্ত মাকে ফের হেফাজতে নিল পুলিস
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, দুই বর্ধমান, বীরভূমে আজ হালকা বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার বিকেলের পর বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতায়। চলবে শুক্রবার পর্যন্ত। ওড়িশা-ঝাড়খণ্ড লাগোয়া জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি হবে।
আরও পড়ুন-শহিনবাগে হামলাকারী কপিল আসলে আপ সদস্য, ফাঁস করল দিল্লি পুলিস
বাতাসে জলীয় বাষ্প ও মেঘের ফলে কলকাতার তাপমাত্রা এক ধাক্কায় বাড়ল ৪ ডিগ্রি। সকালে সামান্য কুয়াশা হলেও পরে আংশিক মেঘলা হতে পারে আকাশ। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.২ ডিগ্রি। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের ২ ডিগ্রি নিচে ছিল। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৩৭-৯৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কোনও বৃষ্টি হয়নি।