Islampur: বন্ধুর সঙ্গে ঘনিষ্ঠতা স্ত্রীর? হাড়হিম নৃশংস খুন চা-বাগান মালিক স্বামী!
খুনের ঘটনায় আটক নিহত ব্যবসায়ীর স্ত্রী দীপ্তি রায় তরফদার। খুনের মোটিভ বুঝতে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে দীপ্তির ২ বান্ধবী ও এক বন্ধুকে।
ভবানন্দ সিং: ভোর রাতে রহস্যজনক নৃশংস হত্যাকাণ্ড ইসলামপুরের নেতাজিপল্লিতে। নিজের ঘরের বিছানায় গলাকাটা মৃতদেহ উদ্ধার এক ব্যবসায়ীর। মৃতের নাম অভিজিৎ তরফদার (৩৮)। দুষ্কৃতীদের ধারালো অস্ত্রের আঘাতে জখম অভিজিতের মা প্রতিমা তরফদারও। তাঁকে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রতিমা দেবীর সন্দেহের তালিকায় বৌমা দীপ্তি।
ইতিমধ্যেই খুনের ঘটনায় আটক নিহত ব্যবসায়ীর স্ত্রী দীপ্তি রায় তরফদার। খুনের মোটিভ বুঝতে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে দীপ্তির ২ বান্ধবীকে। পুলিস সুত্রে জানা গিয়েছে, তৃতীয় সম্পর্কের যোগসূত্র রয়েছে এই খুনের পিছনে। ২ বান্ধবীর সঙ্গে দীপ্তির এক বন্ধুকেও আটক করা হয়েছে বলে খবর।
নিহত অভিজিৎ তরফদার একজন চা বাগানের মালিক। মঙ্গলবার ভোর রাতে ইসলামপুরের নেতাজিপল্লিতে খুন হন চা বাগানের মালিক অভিজিৎ। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, ভোর রাতে ওই ব্যবসায়ীর স্ত্রীর চিৎকারে তাঁদের ঘুম ভাঙে। তাঁরা শোনেন, দীপ্তি চিৎকার করছেন 'চোর, চোর' বলে। কিন্তু তাঁরা উপরে গিয়ে দেখেন ঘরে নিজের বিছানায় রক্তাত অবস্থায় অভিজিতের দেহ পড়ে আছে। তার গলার পাশে ধারালো অস্ত্রের চোট পরিষ্কার। পাশের ঘরে ব্যবসায়ীর মায়ের বিছানায় জখম ও রক্তাক্ত অবস্থায় পরে ছিলেন তাঁর মা।
এখন খুনের ঘটনার তদন্তে নেমে যে প্রশ্নগুলো পুলিসকে ভাবাচ্ছে, তা হল অভিজিত বাবুর বাড়িতে ঢুকতে গেলে দুটো বড় বড় গেট খুলতে হয়। যে দরজাগুলা ভিতর থেকে তালা মারা অবস্থায় ছিল। সেই দরজাগুলো খুললো কে? চোর চুরি করতে এসে কিছু অলঙ্কার বিভিন্ন জায়গায় ছিটিয়ে ফেলে গেলেও, সেগুলো নিল না কেন? কেন ওই বাড়ি থেকে শুধুমাত্র দুটো মোবাইল চুরি করল চোর? কেনও অভিজিৎ বাবুর স্ত্রী 'খুন, খুন' বলে বা 'বাঁচাও, বাঁচাও' বলে চিৎকার না করে, 'চোর, চোর' বলে চিৎকার করলেন?
আরও পড়ুন, Sikkim Flash Flood Updates: তিস্তা থেকে উদ্ধার আরও ৩ দেহ! লাফিয়ে বাড়ছে জলে ভেসে আসা মৃতের সংখ্যা...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)