দাঁড়িভিটকাণ্ডের প্রতিবাদে রাজ্যজুড়ে পথ অবরোধ SFI ও ABVP-র

এদিন বেলা ১২টায় কলকাতার শ্যামবাজার থেকে মিছিল করে এবিভিপি। উত্তর ২৪ পরগনার অশোকনগরে ৩৫ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বজরং দল। অবরোধ হয়েছে উত্তর ২৪ পরগনার বনগাঁ ও বারাসতেও। পথ অবরোধের খবর মিলেছে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর থেকেও। পথ অবরোধকে কেন্দ্র করে বেশ কিছু জায়গায় পুলিসের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় অবরোধকারীদের। 

Updated By: Sep 22, 2018, 12:57 PM IST
দাঁড়িভিটকাণ্ডের প্রতিবাদে রাজ্যজুড়ে পথ অবরোধ SFI ও ABVP-র

নিজস্ব প্রতিবেদন: দাঁড়িভিটে ২ ছাত্রের মৃত্যুর প্রতিবাদে রাজ্যজুড়ে অবরোধ বিক্ষোভে সামিল হল একাধিক আরএসএসপন্থী সংগঠন। বিজেপির ছাত্র সংগঠন ABVP-র ডাকে এই অবরোধ কর্মসূচিতে শনিবার সকালে বেশ কিছুক্ষণ স্তব্ধ হয়ে যায় ৩৪ নম্বর জাতীয় সড়ক।

দাঁড়িভিট কাণ্ডে অভিযুক্ত পুলিসকর্মীদের শাস্তির দাবিতে শনিবার রাজ্যজুড়ে চলছে ABVP-র পথ অবরোধ। কলকাতা থেকে জেলায় জেলায় এদিন বিভিন্ন জায়গায় পথ অবরোধে সামিল হয় আরএসএসপন্থী সংগঠনগুলি। এদিন সকাল ১০টা থেকে উত্তর দিনাপুরে ইটাহার ও রায়গঞ্জ থানা এলাকার সংযোগস্থলে দুর্গাপুরে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে এবিভিপি। প্রায় ১ ঘণ্টা অবরোধ চলার পর পুলিসের অনুরোধে অবরোধ ওঠে। 

এদিন বেলা ১২টায় কলকাতার শ্যামবাজার থেকে মিছিল করে এবিভিপি। উত্তর ২৪ পরগনার অশোকনগরে ৩৫ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বজরং দল। অবরোধ হয়েছে উত্তর ২৪ পরগনার বনগাঁ ও বারাসতেও। পথ অবরোধের খবর মিলেছে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর থেকেও। পথ অবরোধকে কেন্দ্র করে বেশ কিছু জায়গায় পুলিসের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় অবরোধকারীদের। 

দাঁড়িভিট কাণ্ডের পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে শনিবার বেহালার ৮বি বাসস্ট্যান্ডে পথ অবরোধ করে এসএফআই। 

দাঁড়িভিটে দাঁড়িয়ে বিচারবিভাগীয় তদন্তের দাবিতে সরব হল বামেরা

ওদিকে শনিবার বিভিন্ন ছাত্র সংগঠনের ডাকে এদিন উত্তর দিনাজপুরে ছাত্র ধর্মঘটের ব্যাপক প্রভাব পড়েছে। রায়গঞ্জ শহর থেকে প্রত্যন্ত এলাকায় কোথাও কোনও স্কুলে দেখা মেলেনি ছাত্রছাত্রীদের। শিক্ষকরা হাজির থাকলেও ছাত্র না-থাকায় এদিন স্কুলে হয়নি পঠনপাঠন। 

.