অবৈধ বালি উত্তোলন ও পাচারের অভিযোগে গ্রেফতার এক, আটক পে লোডার-সহ দুটি ট্রাক্টর
গতকাল রাতে অভিযান চালিয়ে সমীর মান্না নামের ওই বালি পাচারকারীকে গ্রেফতার করে পুলিস।
নিজস্ব প্রতিবেদন- অবৈধ ভাবে বালি উত্তোলন ও বালি পাচার কাণ্ডে এবার এক পাচারকারীকে গ্রেফতার করল বিষ্ণুপুর থানার পুলিস। গতকাল রাতে অভিযান চালিয়ে সমীর মান্না নামের ওই বালি পাচারকারীকে গ্রেফতার করে পুলিস স্থানীয় সূত্রে জানা যায়, বিষ্ণুপুর থানা এলাকায় দ্বারকেশ্বর নদের দুটি ঘাট থেকে বালি তুলে অন্য জায়গায় পাচার করত সমীর মান্না। ঘাট দুটির কোনো বৈধ নথি ছিল না বলে অভিযোগ।
আরও পড়ুন- উত্তরকন্যা অভিযানে বিজেপি কর্মীর মৃত্যু; বিচারবিভাগীয় তদন্ত হোক, দাবি রাহুলের
বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে সমীর মান্নার খোঁজ পায় পুলিস। গতকাল গ্রেফতারের পর আজ সমীর মান্নাকে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হয়। তাকে তিন দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। সরকার পক্ষের আইনজীবী জানিয়েছেন, তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। বিচারক আগামী ১০ তারিখ কেস ডায়েরি কল ফর করেছেন। দ্বারকেশ্বর নদের ওই দুটি ঘাট থেকে দুটি ট্রাক্টর, একটি পে লোডার আটক করেছে পুলিস। অভিযুক্ত পক্ষের আইনজীবী জানিয়েছেন, সমীর মান্না সম্পূর্ণ নির্দোষ।