উত্তরকন্যা অভিযানে বিজেপি কর্মীর মৃত্যু; বিচারবিভাগীয় তদন্ত হোক, দাবি রাহুলের
পুলিস উত্তরকন্যা অভিযানে গুলি বা লাঠি চালানোর অভিযোগ অস্বীকার করেছে। কিন্তু মৃত বিজেপি কর্মী উলেন রায়ের বুকে-পেটে মিলেছে অসংখ্য পেলেটের ক্ষত
নিজস্ব প্রতিবেদন: উত্তরকন্যা অভিযানে এক বিজেপি কর্মীর মৃত্যুর পর রাজ্যজুড়ে তত্পর বিজেপি নেতৃত্ব। একদিকে যেমন মঙ্গলবার উত্তরবঙ্গ বনধের ডাক দেওয়া হল অন্যদিকে, ওই মৃত্যু নিয়ে রাজ্য সরকারকে নিশানা করলেন একের পর এক বিজেপি নেতা। পাশাপাশি রাজ্যপালের সঙ্গে দেখা করে বিজেপি প্রতিনিধিদল।
আরও পড়ুন-উত্তরকন্যা অভিযানে মৃত বিজেপি কর্মীর দেহে রয়েছে অসংখ্য 'পেলেট'-ক্ষত, জানালেন চিকিত্সক
দলের কর্মীর মৃত্যুর নিয়ে নালিশ ঠুকতে রাজ্যপালের কাছে গেলেন রাহুল সিনহা, লকেট চট্টোপাধ্যায়, জয়প্রকাশ মজুমদার, বিশ্বপ্রিয় রায়চৌধুরীরা। রাজ্যপালের কাছে বিজেপি কর্মীদের ওপর পুলিসি নির্যাতনের অভিযোগ করেন তাঁরা।
BJP delegation led by senior leader Rahul Sinha @RahulSinhaBJP along with MP Locket Chatterjee @me_locket, Jay Prakash Majumdar and Biswapriya Roy Chowdhury submitted representation regarding police atrocities at Siliguri leading to death of a BJP worker. pic.twitter.com/ePIDgrRvxy
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) December 7, 2020
রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করে রাহুল সিনহা সাংবাদিকদের বলেন, দলীয় কর্মীর মৃত্যু বিফলে যাবে না। রাজ্যে গণতন্ত্র ভূলুন্ঠিত, গণতন্ত্র বলে কিছু নেই। পুলিস যা খুশি তাই করছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহস থাকলে উত্তরকন্যা অভিযানে নিহত বিজেপি কর্মীর মৃত্যুর বিচার বিভাগীয় তদন্ত হোক।
আরও পড়ুন- লাঠি-গুলি চালিয়ে আন্দোলন ঠেকানোর চেষ্টা, মঙ্গলবার ১২ ঘণ্টা উত্তরবঙ্গ বনধের ডাক বিজেপির
এদিকে, পুলিস উত্তরকন্যা অভিযানে গুলি বা লাঠি চালানোর অভিযোগ অস্বীকার করেছে। কিন্তু মৃত বিজেপি কর্মী উলেন রায়ের বুকে-পেটে মিলেছে অসংখ্য পেলেটের ক্ষত। এমনটাই জানিয়েছেন হাসপাতালের চিকিত্সক। এনিয়ে রাজ্য বিজেপি সভাপতি আগেই দাবি করেছিলেন, উলেন রায়ের দেহ একাধিক ক্ষত রয়েছে। গুলিতেই তাঁর মৃত্যু কিনা তা ময়না তদন্তেই স্পষ্ট হবে।