Crocodile Caught: পুকুরপাড়ে ছাগল চিবিয়ে খাচ্ছে কুমির; ঘুম ছুটল পাড়ার লোকের...

 কুমিরের খবর পেয়েই পুকুরপাড়ে লোকজন জড়ো হতে থাকে। খবর দেওয়া হয় গোবরধনপুর কোস্টাল থানা এলাকায়। খবর যায় বন দফতরেও। পুলিস এসে তখনকারমতো ভিড় কিছুটা সামাল দেয়

Updated By: Feb 24, 2023, 01:22 PM IST
Crocodile Caught: পুকুরপাড়ে ছাগল চিবিয়ে খাচ্ছে কুমির; ঘুম ছুটল পাড়ার লোকের...

নকিবুদ্দিন গাজি: পাড়ায় ঢুকে পড়েছে কুমির। আতঙ্কে তোলপাড় এলাকা। খবর পেয়ে ছুটে এল বন দফতর, পুলিস। কয়েক ঘণ্টার চেষ্টায় ধরা পড়ল সেই দানো গিরগিটি। হাঁফ ছাড়লেন এলাকার মানুষজন।

আরও পড়ুন-৪৪ লাখে এক পরিবারের পাঁচজনের চাকরি, বিস্ফোরক অভিযোগ চন্দন মন্ডলের বিরুদ্ধে

বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ পাথরপ্রতিমার শ্রীধর নগর এলাকায় কৃষ্ণ দোলুই ঘাটে হইচই পড়ে যায়। এলাকার বাসিন্দার গদাধর গুড়িয়ার পুকুরের কাছে একটি ছাগলকে চিবিয়ে থেকে দেখে পাড়ার লোকজন। ওই দৃশ্য দেখে হইচই শুরু হয়ে যায় এলাকায়। বিপদ বুঝে ছাগল-সহ কুমির ঝাঁপ দেয় পুকুরে। তীব্র উত্তেজনার কিছু তখনকার মতো তলিয়ে যায় দলে।

এদিকে কুমিরের খবর পেয়েই পুকুরপাড়ে লোকজন জড়ো হতে থাকে। খবর দেওয়া হয় গোবরধনপুর কোস্টাল থানা এলাকায়। খবর যায় বন দফতরেও। পুলিস এসে তখনকারমতো ভিড় কিছুটা সামাল দেয়। সন্ধে নাগাদ চলে আসে বন দফতরের কর্মীরা। অন্ধকার হয়ে যাওয়ায় রাতে কিছুটা দেরিতে কুমির ধরার চেষ্টা শুরু করে বনদফতর। সারারাত লাইট জ্বালিয়ে পুকুর পাড়ে পাহারা দেয় বনকর্মীরা। 

এদিকে, বহু চেষ্টার পর রাতেই কুমিরটি ধরা পড়ে বন দফতরের জালে। সেটির দৈর্ঘ ১১ ফুট।  রাতেই কুমিরটিকে নিয়ে যাওয়া হয় পাথরপ্রতিমা কুমির প্রকল্পে। প্রাথমিক চিকিত্সার পর সেটিকে নদীতে ছেড়ে দেওয়া হবে বলে জানা যাচ্ছে। এভাবে বহুবার সন্দুরবনের জনবসতি এলাকায় কুমির ঢুকে পড়ার মতো ঘটনা ঘটেছে। পাথর প্রতিমার ওই ঘটনায় এলাকার মানুষ বেশ কিছুটা আতঙ্কিত।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.