কীভাবে মানালিতে বাঙালি পর্যটকদের গাড়ি খাদে পড়ল? মৃত্যুর মুহূর্তের ভিডিও
কীভাবে মৃত্যুর কোলে ঢোলে পড়লেন তাঁদের সঙ্গী? সব কিছু ধরা থাকল মোবাইলে। মানালিতে বাঙালি পর্যটকদের গাড়ি খাদে পড়ে যাওয়ার সেই ভিডিও এল জি ২৪ ঘণ্টার হাতে! দেখে শিউরে উঠবেন আপনিও।
নিজস্ব প্রতিবেদন: গাড়িতে গান বাজছিল। নিজেদের মধ্যে গল্পে মেতেছিলেন অনেকে। কেউ বা আবার সেই গানের সুরেই গলা মিলিয়েছিলেন। পাহাড়ের গা ঘেঁষে চলে যাওয়া রাস্তা আর প্রাকৃতিক সৌন্দর্যকে মোবাইল বন্দি করতে তাঁদেরই এক জন ভিডিও করছিলেন। কিন্তু সেই ভিডিওতেই থেকে গেল মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হয়ে। কীভাবে পাহাড়ি রাস্তা দিয়ে চলতে চলতে খাদে গাড়ি পড়ল? কীভাবে মৃত্যুর কোলে ঢোলে পড়লেন তাঁদের সঙ্গী? সব কিছু ধরা থাকল মোবাইলে। মানালিতে বাঙালি পর্যটকদের গাড়ি খাদে পড়ে যাওয়ার সেই ভিডিও এল জি ২৪ ঘণ্টার হাতে! দেখে শিউরে উঠবেন আপনিও।
পুজোর সময় দশ বন্ধু মিলে মানালির গুলাবায় বেড়াতে গিয়েছিলেন। প্রত্যেকেই উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম ও চাঁদপাড়ার বাসিন্দা। রবিবার তাঁরা গাড়িতে ঘুরতে বেরোন। গাড়িতে তাঁরা রোটাংপাসের দিকে যাচ্ছিলেন। গুলাবার কাছে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। সেই সময় গাড়ি খাদে পড়ে যায়।
টনাস্থলেই মৃত্যু হয় বিশ্বজিতের। পাথরে মাথা থেঁতলে যায় তাঁর। আহত হন বাকি ৯ জনও। তাঁদেরই মধ্যে এক জন ফোন করে বাড়িতে দুর্ঘটনার খবরটি জানান। আহতরা প্রত্যেকেই মানালি হাসপাতালে চিকিত্সাধীন।