Balurghat Death: দু'জনের সম্পর্কের মধ্যে বাধা হয়ে দাঁড়িয়েছিল পরিবার, চরম সিদ্ধান্ত নিল দেওর-বৌদি

Balurghat Death: মৃতা :ছবিতা হেমব্রমের দেওর বিজয় মার্ডি বলেন, বৌদি গত বৃহস্পতিবার বিকেলে বাপের বাড়ি যাওয়ার নাম করে বেরিয়ে যান। বাড়ি থেকে কিন্তু ফোন করে জানা যায় তিনি তার বাপের বাড়িতে পৌঁছাননি।

Updated By: Nov 26, 2023, 03:47 PM IST
Balurghat Death: দু'জনের সম্পর্কের মধ্যে বাধা হয়ে দাঁড়িয়েছিল পরিবার, চরম সিদ্ধান্ত নিল দেওর-বৌদি
ছবিতে বিজয় মার্ডি

শ্রীকান্ত ঠাকুর: বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে তুলকালাম পরিবারে। আর তার জেরে একই দড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী গ্রামের এক গৃহবধূ ও এক পাড়ারই এক তরুণ। এমনটাই প্রতিবেশীদের দাবি। মৃত দুজন সম্পর্কে দেওর ও বৌদি। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার কৃষ্ণনগর গ্রামে। রবিবার সকালে একটি জঙ্গলে দুজনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় গ্রামবাসীরা। খবর দেওয়া হয় বালুরঘাট থানায়। পুলিস আত্মঘাতী তরুণ বর্মন (৩৯) ও ছবিতা হেমব্রম (৩৬) এর মৃতদেহ উদ্ধার করেছে। মৃতদেহ দুটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

আরও পড়ুন-শ্রমিকদের উদ্ধারকাজে এবার উত্তরকাশীর টানেলে নামল সেনা!

পরিবার সূত্রের খবর বটুন এলাকার আজইর গ্রামের বাসিন্দা তরুণ বর্মন ও ছবিতা হেমরম এর মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। ছবিতা হেমরমের স্বামী বিনয় মার্ডি পেশায় ভ্যান চালক। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। মেয়েটি ক্লাস ফাইভে এবং ছেলেটি ক্লাস ফোরে পড়ে। ১২ বছর আগে দেখাশুনা করেই বিয়ে হয়েছিল বিনয় ও ছবিতার। তারপর থেকে ভালোই চলছিল কিন্তু হঠাৎ করেই তাদের মাঝে এসে পড়ে তরুণ বর্মন এবং তারপর থেকেই ছোটখাটো পারিবারিক অশান্তি চলছিল কিন্তু তরুণ ও ছবিতার মধ্যে যে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে তা ঘুনাক্ষরে টের পায়নি দুই পরিবার। এমনটাই দাবি পরিবারের।

মৃতা সবিতা হেমব্রমের দেওর বিজয় মার্ডি বলেন, বৌদি গত বৃহস্পতিবার বিকেলে বাপের বাড়ি যাওয়ার নাম করে বেরিয়ে যান। বাড়ি থেকে কিন্তু ফোন করে জানা যায় তিনি তার বাপের বাড়িতে পৌঁছাননি। শুক্রবার বিকেলে ফিরে আসেন। তাকে জিজ্ঞাসা করা হয় সে কোথায় ছিল? কোন সদুত্তর পাওয়া যায়নি। আবার শুক্রবার রাতেই বাড়ি থেকে বেরিয়ে যান। শনিবার সারাদিন নানা জায়গায় খুঁজে তার কোন হদিস পাওয়া যায়নি। রাতে বালুরঘাট থানায় জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়। রবিবার সকালে গ্রামবাসীরা মাঠে যাওয়ার পথে গ্রাম থেকে ৫০০ মিটার দূরে একটি জঙ্গলে তরুণ ও বৌদির ঝুলন্ত মৃতদেহ দেখে বাড়িতে খবর দেয়।

তরুণ বর্মনের মামা বচ্চন বর্মন জানিয়েছেন, তরুণ গত বৃহস্পতিবার দিন বিকেলে বাড়ি থেকে আত্মীয় বাড়ি যাওয়ার নাম করে বেরিয়ে গিয়েছিল। শুক্রবার বিকেলে ফিরে আসে এবং আবার সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর শনিবার সারাদিন তার আর কোন হদিশ পাওয়া যায়নি। রবিবার সকালে তার মৃতদেহ উদ্ধার হয়েছে বড় হয়। ছবিতার সঙ্গে তার কোন সম্পর্ক থেকে থাকবে কারণ দুজনকেই একই গাছে একই দড়িতে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.