বারুইপুরে বৃদ্ধাকে কুপিয়ে খুন, সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার মেয়ে

Updated By: Oct 31, 2017, 02:35 PM IST
বারুইপুরে বৃদ্ধাকে কুপিয়ে খুন, সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার মেয়ে

নিজস্ব প্রতিবেদন: বারুইপুরে ভয়াবহ হত্যাকাণ্ড। খুন হয়ে গেলেন মা, সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হাত-পা বাঁধা মেয়ে। খোঁজ নেই কুড়ি দিনের নাতনিরও।

বর্ধমানে বাবাকে খুন করল ছেলে 

উত্তরভাগের চক্রবর্তী আবাদে কুপিয়ে খুন করা হয়েছে বৃদ্ধা সায়েরা বেওয়াকে। সেপটিক ট্যাঙ্কে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার হয় তাঁর মেয়ে। রাতে বাড়ি ফেরেন বৃদ্ধার জামাই আজিজুল মোল্লা। ডাকাডাকি করেও কারও সাড়া পাননি তিনি। তার পরেই নজরে আসে বারান্দায় রক্তের দাগ। প্রতিবেশীদের ডেকে বাড়ির চারপাশে খোঁজ শুরু করেন তিনি। তখনই কানে আসে স্ত্রী মুর্শিদার গোঙানি। কিছুদূর থেকে উদ্ধার হয় বৃদ্ধার হাত পা বাঁধা দেহ। তবে শিশু কন্যার খোঁজ মেলেনি।

কেশপুরে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে অঞ্চল সভাপতি সহ জখম ৩

.