করোনায় একদিনে রেকর্ড মৃত্যু রাজ্যে, আক্রান্তও প্রায় আড়াই হাজার

তবে রেকর্ড মৃত্যুর দিনে ডিসচার্জ রেটও আশাব্যঞ্জকভাবে বেড়েছে। 

Reported By: সুতপা সেন | Edited By: সুদেষ্ণা পাল | Updated By: Jul 31, 2020, 09:28 PM IST
করোনায় একদিনে রেকর্ড মৃত্যু রাজ্যে, আক্রান্তও প্রায় আড়াই হাজার
প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদন : করোনায় একদিনে রেকর্ড মৃত্যু ঘটল রাজ্যে। গত ২৪ ঘণ্টায় করোনায় রাজ্যে প্রাণ হারিয়েছেন ৪৬ জন। যা এখনও পর্যন্ত পরিসংখ্যানের নিরিখে সর্বাধিক একদিনে মৃত্যু। এরফলে রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,৫৩৬ জন।

পাশপাশি, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২,৪৩৪ জন। বৃহস্পতিবারের বুলেটিন অনুযায়ী, রাজ্যে করোনায় মোট আক্রান্ত এখন বেড়ে দাঁড়িয়েছে ৬৭,৬৯২ জন। এরমধ্যে এখন হাসপাতালে চিকিৎসাধীন সক্রিয় আক্রান্ত ১৯,৯০০ জন।

তবে রেকর্ড মৃত্যুর দিনে ডিসচার্জ রেটও আশাব্যঞ্জকভাবে বেড়েছে। আজকের রিপোর্ট অনুযায়ী, রাজ্যের ডিসচার্জ রেট ৬৮.৩৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনাকে জয় করে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২,১৪০ জন। এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠে হাসপাতাল থেকে মোট ছাড়া পেয়েছেন ৪৬,২৫৬ জন।

আরও পড়ুন, 'বিশ লাখে একটা'! ভিন্ন শরীর অভিন্ন হৃদয় নিয়ে 'একে অপরকে জড়িয়ে ধরে' NRS-এ জন্ম নিল যমজ

.