পরীক্ষা চলাকালীন আত্মঘাতী উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী

পরিবারের  সদস্যদের দাবি, সন্ধ্যায় ঈশিতাকে মোবাইলে কারোর সঙ্গে কথা বলতে শুনেছিলেন তাঁরা। 

Updated By: Mar 4, 2019, 01:02 PM IST
পরীক্ষা চলাকালীন আত্মঘাতী উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী

নিজস্ব প্রতিবেদন:  পরীক্ষা চলাকালীন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর  অস্বাভাবিক মৃত্যু। ঘটনাটি ঘটেছে ঘাটালের চাউলি গ্রামে। মৃতার  নাম ঈশিতা মল্লিক।

 

ঈশিতা ঘাটাল বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী।  পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে নিজের ঘরে বসেই পড়াশোনা করছিল ঈশিতা। রাত  ন’টা নাগাদ খাওয়ার জন্য তাকে ডাকা হয়। কিন্তু সাড়া না মেলায় পরিবারের সদস্যরা বাড়ির দরজা ভেঙে ভিতরে ঢোকেন।  ঈশিতার ঝুলন্ত দেহ দেখতে পান তাঁরা।

আরও পড়ুন: শাসকের সন্ত্রাস না থামলে পশ্চিমবঙ্গে নির্বাচন নয়, কমিশনকে জানিয়ে এলেন মুকুল

তাঁকে উদ্ধার করে ঘাটাল মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা মৃত বলে ঘোষণা করেন।  পরিবারের  সদস্যদের দাবি, সন্ধ্যায় ঈশিতাকে মোবাইলে কারোর সঙ্গে কথা বলতে শুনেছিলেন তাঁরা। ঈশিতা আত্মহত্যা করেছে বলেই প্রাথমিকভাবে মনে করছে পুলিস। তবে ঠিক কী কারণে আত্মহত্যা, পরীক্ষা খারাপ হওয়ায় নাকি এর পিছনে প্রেম ঘটিত কোনও কারণ রয়েছে, তা এখনও পরিষ্কার নয়।  ঈশিতার মোবাইল খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: এয়ার স্ট্রাইক নিয়ে যারা প্রশ্ন তুলছে, তারা বিষধর সাপ, মন্তব্য রাজ্যপালের

প্রতিবেশীরা জানিয়েছেন, ঈশিতা দীর্ঘদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিল। কলকাতায় তার চিকিত্সা চলছিল। এর আগেও সে আত্মহত্যার চেষ্টা করেছিল বলে জানিয়েছেন তাঁরা।

.