ফের মামলার গেরো, রাজ্যে ৫ হাজার শিক্ষক নিয়োগ অনিশ্চিত
দীর্ঘদিনের মামলার জট কাটিয়ে এতদিন পর শিক্ষক নিয়োগে উদ্যোগী হয়েছিল এসএসসি। এবারের মামলায় তা আবার স্তব্ধ হয়ে গেল
নিজস্ব প্রতিবেদন: শিক্ষক নিয়োগের কাউন্সেলিংয়ে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। আরও একবার শিক্ষক নিয়োগে ধাক্কা খেল স্কুল সার্ভিস কমিশন। এগারো, বারোর শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ দিল আদালত। পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেই কাউন্সেলিংয়ের নির্দেশ দিয়েছেন বিচারপতি শেখর ববি সরাফ। এরফলে প্রায় ৫ হাজার শিক্ষকের ভবিষ্যত্ অনিশ্চিত হয়ে পড়ল।
আরও পড়ুন: নৌকার ভিতরে উঁকি দিতেই পুলিসের শরীর দিয়ে বয়ে গেল হিমস্রোত!
প্রসঙ্গত, ২০১৬ সালে উচ্চমাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষা নেওয়া হয় ৷ গত ৬ জুলাই এসএসসি বিজ্ঞপ্তি প্রকাশ করে আগামী ১৬-২১ জুলাই প্যানেলে নির্বাচিত প্রার্থীদের কাউন্সেলিং-এর জন্য ডাক দেয়৷ শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের কাউন্সেলিংয়ের ডাক দিয়ে গত ৬ জুলাই বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল স্কুল সার্ভিস কমিশন৷ সেই বিজ্ঞপ্তিকেই চ্যালেঞ্জ করে কয়েকজন নিয়োগপ্রার্থী বিচারপতি শেখর ববি সরাফের এজলাসে মামলা দায়ের করেন৷ মামলাকারীর বক্তব্য, উত্তীর্ণ পরীক্ষার্থীদের সম্পূর্ণ তালিকা প্রকাশ করা হোক৷ একইসঙ্গে পিডিএফ ফর্মাটে সমস্ত প্রার্থীর নাম এসএসসি-এর অফিসিয়াল সাইটে প্রকাশের দাবি করেছেন নিয়োগপ্রার্থীরা। তাঁদের দাবি, ২০১৩ সালে সম্পূর্ণ তালিকা প্রকাশ করা হয়েছিল, তবে ২০১৮ সালে কেন তা হবে না?
দীর্ঘদিনের মামলার জট কাটিয়ে এতদিন পর শিক্ষক নিয়োগে উদ্যোগী হয়েছিল এসএসসি। এবারের মামলায় তা আবার স্তব্ধ হয়ে গেল।