বৃষ্টির হাত থেকে রেহাই নেই এখনই, আগামী ২৪ ঘণ্টাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে
সবমিলিয়ে পুজোর আগামী অন্তত চারদিন ভোগান্তি এখনই যাচ্ছে না
নিজস্ব প্রতিবেদন: সকালে রোদের দেখা মিললেও ঘণ্টাখানেকের মধ্যেই তা গায়েব। ফের কলকাতার আকাশজুড়ে মেঘ। সঙ্গে বৃষ্টি। দুর্যোগের সঙ্গে বাঙালির লড়াই যেন থামছেই না। সবমিলিয়ে পুজোর আগামী অন্তত চারদিন ভোগান্তি এখনই যাচ্ছে না।
আরও পড়ুন-বিধানসভা ভোটে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে আত্মবিশ্বাসের ঘাটতি, স্বীকার করল তৃণমূল!
ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের জোড়া ফলার জেরে আজও ভোগাতে পারে বৃষ্টি। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে সোমবার ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের সব জেলায়। আর পুজোর বাজারে বের হওয়া বাঙালির জন্য খারাপ হল, কলকাতায় হালকা থেকে মাঝারি ধরনের ঘ্যানঘেনে বৃষ্টি চলবে সরাদিন।
উত্তরবঙ্গেও চলবে বৃষ্টি। ফলে পুজোতে আশঙ্কার মেঘ উত্তরবঙ্গের ৫ জেলায়। আবহাওয়া দফতর সূত্রে খবর, পঞ্জাব থেকে বিহার ও দক্ষিণ অসম পর্যন্ত বিস্তৃত হয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা। এর প্রভাবে মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূম ও পূর্ব বর্ধমানে ভারী থেকে অতিভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন-মমতা মেরেছে-ধরেছে বলে কাঁদুনি গাইবেন না, বুথ-সংগঠন বিস্তারের নির্দেশ নাড্ডার
কলকাতায় আগামী ২৪ ঘণ্টা হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, পরবর্তি ২৪ ঘণ্টাতেও বৃষ্টি হবে তবে পরিমাণ অনেকটাই কমবে। এর ফলে পুজোর মুখেও স্বস্তিতে থাকতে পারছে না দক্ষিণবঙ্গ।