সরকারি প্রকল্প এলাকায় খেলতে খেলতে জলে ডুবে মৃত্যু শিশুর

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কোনওরকম নিরাপত্তা ছাড়াই কাজ হচ্ছে। ফলে প্রায়ই নানান ধরনের দুর্ঘটনা ঘটছে।

Updated By: Sep 29, 2019, 08:13 PM IST
সরকারি প্রকল্প এলাকায় খেলতে খেলতে জলে ডুবে মৃত্যু শিশুর

নিজস্ব প্রতিবেদন : সরকারি প্রকল্প এলাকায় জলে ডুবে মৃত্যু হল এক ৮ বছরের এক বালকের। ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুরের লস্করপুর পেয়ারাবাগান এলাকায়। মৃতের নাম সন্দীপ দাস। বয়স ৮ বছর।

জানা গিয়েছে, সন্দীপ দাসের বাড়ি পেয়ারাবাগান এলাকাতেই। পাড়ার আরও কয়েকটি শিশুর সঙ্গে সকাল ১১টা নাগাদ খেলতে গিয়েছিল সন্দীপ। সেইসময়ই খেলতে খেলতে জলে পড়ে যায় সে। দুপুর দেড়টা নাগাদ বন্ধুরা গিয়ে স্থানীয় উজ্জ্বল সংঘ ক্লাবের সদস্যদের বিষয়টি জানায়।

সাথে সাথেই দুজন জলে নামেন। অনুপ সূত্রধর নামে এক ক্লাব সদস্য উদ্ধার করে ছোট্ট সন্দীপকে। গড়িয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।

আরও পড়ুন, চরমে বিতর্ক, বিজেপি নেতা নন, স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে সল্টলেকের পুজো উদ্বোধন করবেন অমিত শাহ

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কোনওরকম নিরাপত্তা ছাড়াই কাজ হচ্ছে। ফলে প্রায়ই নানান ধরনের দুর্ঘটনা ঘটছে। নির্মাণকারী সংস্থার উদাসীনতার কারণেই এই দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ এলাকাবাসীর।

.